
মুল যেটা নিয়ে প্রকৃতপক্ষেই কিছু করার ছিলো তা নিয়ে তেমন পদক্ষেপ দেখতেই পাচ্ছিনা‼️আমি দুর্নীতির কথা বলছি । টাকা পাচারের কথা বলছি। সেই কথা নিয়ে খুব একটা কার্যকর কোন ভুমিকা রাখতে দেখছিনা কোন সংস্থাকে‼️এর দুটো কারন থাকতে পারে হয় যে স্কেলে প্রচার হয়েছে তার দুই পার্সেন্ট সত্য হবে হয়তো কিংবা ভাগ বাটোয়ারা করে হয়’তো সমাধানের পথে রয়েছে এই সরকার। আমার বিশ্বাস লাগামহীন দুর্নীতি হয়েছে এবং এর জন্য কঠিন ব্যাবস্থা এবং টাকা উদ্ধারে সর্বশক্তি নিয়োগ।এবং শ্বেত পত্রের মাধ্যমে প্রতিটি দুরণীতিবাজের মুখোঁশ উন্মোচন এবং ভবিষ্যতের জন্য ব্ল্যাক লিস্টেড করা হোক।
অনেকগুলো অপরাধ হয়েছে এই আন্দোলনের আঁড়ালে তার প্রত্যেকটির বিচার চাই। ছাত্র জনতার চেয়ে অধিক আইন শৃংখলা বাহিনীর সদস্য হত্যা করা হয়েছে এ কথা কেউ বলছেনা। ধানমন্ডি ৩২ নাম্বারে কেনো আগুন দেওয়া হলো⁉️ক্ষমতার সাথে কোন সম্পর্ক নেই এই মিউজিয়ামের । এটা আমাদের জাতিয় সম্পদ। ধানমন্ডি ৩২ নাম্বার শুধু ইট কাঠের একটি ভবন নয়। এটা বাংলাদেশের জন্মের সুতিকাগার । এর প্রতি প্রচন্ড আক্রোশ একমাত্র স্বাধীনতা বিরোধীদের। জেলখানায় কারা রক্ষীদের হত্যা করে জঙ্গীদের মুক্ত করার সাথে আন্দোলনের সম্পর্ক কি⁉️
সারাদেশে থানা আক্রমন করে অস্র, গোলা,বারুদ লুট করলো কারা এই আন্দোলন’কে ব্যাবহার করে⁉️ থানা ,ফারি জ্বালিয়ে সরকারি সম্পদ ধ্বংসের কারিগর কারা⁉️ আনসার ক্যাম্পে হত্যা এবং ধ্বংসযজ্ঞের সন্ত্রাসী কার্যকলাপের দ্বায় কাদের⁉️ আরো অনেক প্রশ্ন আসবে সামনে ।আমাদের শহিদ মিনারে জাতির জনকের অপমানের কারন কি⁉️ আশা করি বর্তমান সরকার পরিচালকরা তথ্য সহকারে স্বচ্ছ জবাব দিবেন কোন অজুহাত না দেখিয়ে। কারন আমার ধারণা এটাই আন্দোলনের মুল স্পিরিট।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



