আমার কেনো জানি মনে হচ্ছে রিসেট বাটনের কাজ শুরু হয়েছে।
আপনাদের কি মনে আছে ভয়েস অফ আমেরিকায় দেওয়া ড.ইউনুসের সেই সাক্ষাৎকার? ৭১ , ২১ ,৫২ মুক্তি যুদ্ধ কিংবা বঙ্গবন্ধু’কে নিয়ে কথাগুলো নাকি পুরনো দিনের কথা! যে অধ্যায় বাঙালির সবচাইতে গৌরবের বিষয়। বাঙালির যা অর্জন আমার দৃষ্টিতে, একটি রাষ্ট্র, পতাকা,ভাষা এবং স্বাধীনতা কোনো অর্জনের কাছে ম্লান হতে পারে না।আমি আমার বাঙালি পরিচয় নিয়ে অহংকার করি। তার অন্যতম কারণ আমাদের মাতৃভাষা, সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। সেই অহংকার নিয়ে আমি আজ শংকিত!
২০২৪ নাকি সব কিছু রিসেট করে দিয়েছে ! সবকিছু নাকি মুছে গেছে ! ২০২৪ প্রতিস্থাপনের জন্য এখন থেকে আর ৭১ তেমন গুরুত্ব বহন করে না ‼️দেশের মানুষ নাকি এটাই চায়।
১/জয় বাংলা ,জাতীয় স্লোগান হবে না, হবে ইনকিলাব জিন্দাবাদ।
২/ সংবিধান বাতিল করার দাবি ,কোরআন-এর বিধান
৩/জাতিয় সংগিত , আমরা সোনার বাংলা পরিবর্তনের ডাক, পাকসার বাংলস্থান হবে।
৪/বাংলাদেশের নাম পরিবর্তন চাই! গণতান্ত্রিক বাংলাস্থান বা বাংলাদেশ।
১৯৭১-এর পর থেকে জাতীয় গণ মাধ্যমে। বিজয়ের মাসে প্রতিদিন ধারাবাহিক ভাবে প্রতিদিনের আমাদের বিজয় গাথা নিয়ে পর্ব থাকতো।তার উপর আজ পর্যন্ত কোন সরকার নিষেধাজ্ঞা জারি করেনি। এমনকি কোনো সামরিক সরকারেরও সাহস হয়নি ! এবারই প্রথম দেখলাম কোনো ধারাবাহিক কিছুই নেই। এমনকি কোনো সংগীত, নাটক কিংবা ইতিহাসের কথা নেই!
বর্তমান উপদেষ্টা প্রধান,যা ব্যখ্যা করেছিলেন তা আসলে পুরোটাই কূটকৌশল। আসলে রিসেট বার্টন তারা কাজে লাগিয়েছেন!যা কার্যত ভয়েস অফ আমেরিকাতে বলেছিলেন,তাই করছেন!
আপনাদের উপলব্ধি কি যোগ করতে অনুরোধ করছি।
ধন্যবাদ॥
https://www.facebook.com/share/1AweJ7pKUZ/?mibextid=WC7FNe
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:১৮