উন্নত সংস্কৃতি কেন প্রয়োজন?
আসিফ নজরুল যখন সন্ত্রাসীদের সাথে মিলে ডাকাত দল গঠন করে তাতে অনেকে অবাক হবেন না। ইউনুসের চরিত্র যারা জানেন তারাও অবাক হবেন না। কিন্তু আমরা কী দেখলাম :শাখাওয়াত, তৌহিদ হোসেন, সালেহউদ্দিন, ওয়াহিদুজ্জামান, মতি, মাহফুজ আনাম, দেবপ্রিয় ইত্যাদি হতভাগা মানুষগুলি আসিফ, নাহিদ, মাহফুজ, সারজিস, হাসনাত এ সব সন্ত্রাসীদের সাথে এক কাতারে বসে গেছে।
কেন এমনটা হল?
এমনটা হল এই জন্য এখানে একটা সাংস্কৃতিক বিভাজন রয়েছে। যেটা আদর্শের বিভাজনও বলতে পারেন। আলোস্টারের মতিমাহফুজ যে সব নাটক সিনেমা করে, কিংবা তৃতীয় মাত্রার জিল্লুর যা রচনা করে, কিংবা সন্ত্রাসী পিনাকী জাহেদ যে জ্ঞান দেয়, তা তাদের মনন ও সংস্কৃতির পরিচয় নয়। তাদের সংস্কৃতির পরিচয় হল আত্মঘাতী সন্ত্রাসী আসিফ ভুইয়া, যে জানেও না তার কোন পকেটে এবং কোন ব্যাগে কতগুলি একে ৪৭ রাইফেলের বুলেটের থলে আছে।
বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন না হওয়া আমাদের জাতীয় জীবনে সবচেয়ে হতাশার বিষয়। তারপরও আপনি যদি অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা করতে সক্ষম হন তা হলে আপনার অন্তরে একটা আলো জন্ম নেবে। যে আলো আপনাকে জানিয়ে দেবে গত বছরের জুলাই মাসে যে তাণ্ডব শুরু হয়েছিল তা শুধুই ষড়যন্ত্র ও জঙ্গিবাদের অনাচার। এর বাইরে আর একটা জিনিস শুধু আপনাকে এদের সহযোগী করতে পারে: তা হল নিজের স্বার্থ।
গত দশ মাসে যে, দেশ অন্ধকারে ঢুকল, এর কারণ হল দখলকারী ডাকাতদলের অন্তরে জিইয়ে থাকা অন্ধকার। এদের গণহারে বড় বড় ডিগ্রি আছে, ক্ষুদে সন্ত্রাসীগুলি বাদ দিলে। কিন্তু এরা কী এর মধ্যে বাংলাদেশের উপকার হয় এমন একটা কাজও করতে পেরেছে? পারেনি।
অন্য দিকে দেখেন। আওয়ামী লীগ সরকারের যত সীমাবদ্ধতার কথাই বলি না কেন, তাদেরকে দিয়ে বাংলাদেশের প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছিল। এর কারণ হল আমাদের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা। এটা এতটাই শক্তিশালী আপনি তা আত্মস্থ করার আগে বুঝতে পারবেন না। আমাদের মুক্তিযুদ্ধের অংশ না হলেতো আপনি পৃথিবীর স্রোতেই ঢুকতে পারবেন না।
আর অন্য কোনও কারণে না হলেও, শুধু এই স্রোতের বিরুদ্ধে চলার জন্য হলেও ইউনুসের ডাকাতদল ছারখার হয়ে যাবে। অন্তরে অন্ধকার নিয়ে কোনও ভাল কাজ সম্ভব নয়। যদি কেউ কিছু নাও করে এই ডাকাতদলের প্রতিটা সদস্য এক সময় নিজে নিজেই পাগল হয়ে যাবে।
তা হলে চিন্তা কিসের? শুধু অপেক্ষা করুন। উন্নত সংস্কৃৃতি লালন করুন। অন্তরে আলো জ্বালুন। আর সুদিনে কী করে দেশ গড়বেন তা কল্পনা করতে থাকুন। কল্পনার শক্তিকে ভালবাসুন।