
ফিরে এসেছে আবার সেই শোকের দিন ।
আজ ২৯ আগস্ট,
১৯৭১ সালের এই দিনে কুখ্যাত আলবদর নেতা ❝আলী আহসান মুজাহিদের❞ ইনফরমারের দেওয়া তথ্যে পাকস্তানিদের কাছে ধরা পড়েন এবং পরবর্তীতে শহীদ হন ক্রাক প্লাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা—
শহীদ বদিউল আলম বদী, বীর বিক্রম
শহীদ শফি ইমাম রুমি, বীর বিক্রম
শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল, বীর বিক্রম
শহীদ বাকের, বীর প্রতীক
শহীদ আলতাফ মাহমুদ
শহীদ সেকান্দর হায়াত
শহীদ হাফিজ
শহীদ মাগফার আহমেদ চৌধুরী আজাদ
শহীদ আবদুল্লাহ-হিল-বাকী
বাংলার এই সূর্যসন্তানরা আর কখনো ফিরে আসেননি।
—বিনম্র শ্রদ্ধায়,
স্বরণ করি বাংলা মায়ের সূর্য সন্তানদের।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



