
ভলকার তুর্ক যখন বলে তাদের বল প্রয়োগের কারনে। বাংলাদেশ সেনাবাহিনী যখন স্বাধীন দেশের সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করে নাই জুলাই, আগস্ট মাসে!তখন বুঝতে বাকি থাকেনা এই বাহিনী আসলে কার পারপাস সার্ভ করছে।সামান্য কিছু টাকার জন্য নিজের দেশের প্রতি লয়াল নয় এই বাহিনী।
দিনের পর দিন কিছু অর্বাচীন টোকাই আর পলাতক ক্রিমিনাল ইউটিউবার ক্যানভাসার সেনাপ্রধান’কে । নোংরা ভাষায় যা খুশি তাই বলে হেনস্থা করে । তখন উপদেষ্টা মহলের টপ টু বটম পুলকিত হয় । সেই বাহিনী কি আর তার অবস্থান সমুন্নত রাখতে পারবে ! যখন রাস্তায় শ্লোগান তুলে ওয়াকার না হাসনাত। হাবদাল্লা , হাবদাল্লা বলে চিৎকারে কুৎসিত অঙ্গভঙ্গি করে । তখন কি সেই সংস্থার আর কোনো কিছু বাকি থাকে?
এর চাইতে বড় বিরোধ করে বসে আছে স্বয়ং প্রধান উপদেষ্টা। সুদের মহাজন , তার প্রভূদের সাপ্লাই করা একজন উল্লুক নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। কলিজা খেকো খলিলউল্লাহ’র কথা কি মনে আছে আপনাদের। সেরকমই খলিলুর নামের একজন’কে চাপিয়ে দিয়েছে । বাংলাদেশের কলিজা, রিতপিন্ড , কিডনি খুবলে খাওয়ার বন্দোবস্ত করেছে।
আওয়ামীলীগের মতো ক্ষতিগ্রস্ত মনে হয় আর কেউ হয়নি এই বাহিনীর দ্বারা। কিন্তু এত কিছুর পরেও আমি আমাদের সেনাবাহিনীর পক্ষেই কথা বলবো।জেনারেল ওয়াকার শতভাগ সমর্থন করেছে এই তথাকথিত এই আন্দোলন। বিনিময়ে তিনি প্রতি পদক্ষেপে হেনস্তা হয়েছেন। বস্তির টোকাই হাবদাল্লা,সার্ভিস আর গণতন্ত্রের ইমাম সকাল বিকাল সেনাবাহিনীর চুড়ান্ত অবমাননা করেছে।
এতকিছুর পরেও সেনাপ্রধান, জেনারেল ওয়াকার তার গাটস দেখিয়েছেন । করিডোরের ইস্যু এবং আমাদের সেন্টমার্টিন ইস্যুতে।শতভাগ সার্বভৌমত্ব বিকিয়ে দিতে রাজি হয়নি।সুদি মহাজনের আক্রোশ রয়েছে সেনাবাহিনীর উপর । কারন তার প্রভুদের পারপাস পুরোপুরি সার্ভ করতে পারছেনা । শুধু মাত্র সেনাপ্রধানের কারনে।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই এনজিওগ্রাম অবৈধ দখলদার গ্রুপ দেশ বিরোধী কোন চুক্তি করলো! এবং চুক্তিটির শর্ত হোচ্ছে এটা অপ্রকাশিত রাখতে হবে।৮০ ভাগ বিদেশি নাগরিকের এই গ্রুপ বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে! এই ধরনের বিশ্বাস আমি ঘুমের মাঝে স্বপ্নেও দেখি না।এদের মুল লক্ষ্য হলো বাংলাদেশের অগ্রগতি রুদ্ধ করে স্বল্প সময়ে লুটপাট করে যার যার দেশে ফিরে যাবে।
কাজেই আমাদের সেনাবাহিনী রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের পিপলস আর্মির পথে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


