ধানমন্ডি বয়েজ স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাসুলুল্লাহ (সঃ) সম্পর্কে গত ২৬শে জুলাই শ্রেনীকক্ষে পড়ানোর সময় কটুক্তি করার ধৃষ্টতা দেখিয়েছেন।
মদন মোহন ক্লাশে বলেছে, "এক লোক ১৪-১৫ টা বিয়ে করেছে তোমাদের রসুলও ১৪-১৫টা বিয়ে করেছে। সুতরাং সেই লোক ও তোমার রাসুলের মধ্যে কি পার্থক্য রইলো। তোমাদের মক্কায় হাজ্জ না করে সেই লোকের বাড়িতে হজ্জ করা উচিত।"
কতবড় সাহস। আওয়ামী খমতায় আসলেই নেংটিদের সাহস হুর হুর করে বেড়ে যায়।
আজ ছাত্ররা স্কুলের সামনে মদন মোহনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্যাপক মিছিল করেছে এবং স্কুল ভাংচুর করেছে।
সুত্রঃ নিজ চোখে দেখা। এবং Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




