শুভ সকাল, আজকে সাত মাস পর সামুতে লিখছি। না এর মধ্যে আর কখনই কিছু লেখা হয়নি। আমি বলছিনা যে আমার লেখার হাত খুব ভাল, তবে একটা অভ্যাস ছিল কিছু না কিছু লেখার। যাই হোক আজকে দুইটা লাইন লিখতে চাচ্ছি।
ঢাকার রাস্তায় যানজট সবাই নিয়মিত উপভোগ করছেন আশা করি। গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সাথে উন্নয়নের সরাসরি সম্পর্ক আছে। সে হিসেবে আমাদের গ্রোথ ঠিক আছে বা আশানুরূপ।
কিন্তু যদি ট্র্যাফিক জ্যামের এই বাজে অবস্থার কিছুটা উন্নতি করা যায়, তবে আমাদের গ্রোথ আর অনেক বেশি হবে। গ্রোথ বলতে আমি জিডিপি বুঝাচ্ছি। নিয়মিত সবার কম বেশি অনেকটা সময় অযথা রাস্তায় কাটাতে হচ্ছে। তার সাথে এখন যুক্ত হয়েছে বৃষ্টি বাদল। রাস্তা কিছুটা যাও চলার উপযোগী ছিল সেগুলি এখন দুর্ঘটনার ফাদে পরিনত হয়েছে।


ও হ্যা, ছবিতে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে পাহাড় গজিয়ে উঠছে। এখন কথা হচ্ছে যারা রাস্তায় ফ্লাই ওভার বানাচ্ছে তারা কি আমাদের কে চাটগা এর ফ্লেভার দিতে চাচ্ছেন?
আর প্রতিদিন এতটা সময় রাস্তায় নষ্ট করতে খুবি খারাপ লাগে। হ্যা আমার একটা সাইকেল ছিল, সেটা দিয়ে ভালই চলছিল। কিন্তু সাইকেল চোরের কবলে পরে আজ আমার বেহাল দশা।
আমাদের দেশের অথরিটি আসলে কিভাবে চলে জানতে ইচ্ছে করে, বড় বড় বিল্ডিং উঠাইলেই কি উন্নত হওয়া যায়? বেশি বেশি গাড়ি থাকলেই কি উন্নত হওয়া যায়?
ঢাকার রাস্তায় চলাচলের উপযোগী করে তোলার জন্য আদউ কি কারো মাথা ব্যাথা আছে? থাকলে তিনি বা তারা কিভাবে চিন্তা করছেন? এই সব প্রশ্নের উত্তর কি আপনাদের কারো কাছে আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

