এই বর্ষাতে সানধান থাকুন ডেঙ্গু থেকে।
১-যাদের বাসায় এসি আছে তারা এসির নিচে পানি জমছে কিনা খেয়াল রাখুন,
২-বাসার ছাদে বা বেলকনিতে কোন কৌটা বা পাত্রতে পরিষ্কার পানি জমে আছে কি না দেখুন,
৩-ফুলের টবে পানি জমে আছে কিনা দেখুন,
৪-আস পাস পরিষ্কার রাখুন,
৫-দুপুরে মা বোনরা বা বাচ্চারা ঘুমালে সাবধান থাকুন কারন এডিস মশা দিনে কামড়ায়।
সবচাইতে জরুরি হলো---- জ্বর হলেই চট করে আন্টিবায়োটিক খাবেন না এতে আরও বিপদে পড়বেন। প্লটিলেট এর সংখ্যা খুব দ্রুত কমে গেলে আরো বিপদে পরবেন।
তাই জ্বর হলে পারাসিটামল দি্য়ে জ্বর কমান। আর একেবারে গ্বর না কমলে রেজিস্টারড ডাক্তার এর কাছে যান।
সবাই ভাল থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



