1) আমি মোহামমদপুরের বাশিনদা। সকালে উঠে আসি ICDDR,B তে (মহাখালিতে)। আসাদ গেট হয়ে মানিক মিয়া এভেনিউ হয়ে মহাখালি। আসাদ এভেনিউ এর Green Herald school এর কারোনে যে জাম (traffic) তা এ রোডে চলাচল কারি সবারই জানা। But ঢাকা North সিটি মেয়র মনে হয় জানেন না। এ school এর student এর সবাই private কার ইউজ করে। 500 student এবং তাদের private কার এর ভোগানতি ১,০০০,০০০ মানুষ কেন পাবে ?
ঢাকা North কি করছে ?
২) মিরপুর ১ যাবার পথে নতুন ভোগানতির নাম টেকনিকাল মোড়। ইউ লুপ এর কথা মেয়র বলেছিলেন within ৬ মাস এর মদধে হবে। কিনতু সে ঘোষনার ৩ মাস পর-
ঢাকা North কি করছে ?
৩) more and more মশা হয়েছে। মশা মারার মেশিনের আওয়াজ পাই না অনেক দিন। আবার ZIKA ভাইরাস কড়া নাড়ছে।
ঢাকা North কি করছে ?
৪) কোন news paper এ নিয়ে রিপোরট করছে না। কেন তা জানি না।
editor রা কি করছে ?
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



