
আজকাল বিনুদন ছাড়া কিচ্ছু ভাল্লাগে না। কাজে কর্মেও মন বসছে না। গল্পের প্লট মাথার মইধ্যে এসে ঘুরঘুর করে। যেই লিখতে বসা, ওমাঃ এমনি হাওয়া। তো আবার কাজে বসার পর দেখা যায় নয়া কোন গল্পের প্লট মাথায় এসে গিজগিজ করছে। লিখতে বসার পর আর প্লট পছন্দ হয় না!!
এই সমস্যাটার সমাধান নাকি সাইকোলজিক্যালি পাওয়া যায়! কিন্তু আমি বড্ড অলস বিধায় একটু কষ্ট করে যেতেও পারছি না। শেষমেষ ভাবলাম ফটো ব্লগ বিনুদন আয়োজন করে আপনাদের দোয়া টুয়া পাওয়া যাইলেও যাইত্তে আরে। সো, এই এটেম্পট আরকি!!
রিমেম্বার! ফটোগুলো লোড হতে কিছু সময় লাগবে। সবটিই কিন্তু এনিমেশন! তাই পুরো লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আর বেশি সময় নিয়ে গভীরভাবে দেখুন, মজা লাগবে বেশি বেশি.....
আল্টিমেট ছাগল ফ্রেন্ডশিপ এভার!!!!!!!!!!!

বিয়ের ফটোসেশন!!

ফ্রেন্ডস ফরেভার!!

আহাঃ রে বেচারা!! ঠকানি টা-ই না খাইলো!!

আমি তো দেখি গরু ফ্রেন্ডশিপ!! আপনারা কি দেখেন??

এক ম্যাচে হারার পরের ম্যাচের জন্য প্রস্তুতি..........


(কি ভাবছিলেন?)
ড্রাইভিং বাই এন ওমেন

বেস্ট ফ্রেন্ড

আমি কিছু কইতাম না

হেতে করেটা কি?

আই কিচু বুঝতারিলাম্না

এইবারও কিছুই বুঝতারিলাম্না

শপিং ডিফারেন্স!!

এনজয় ইউর জব!!

তুই আইবি না তোর বাপে আইবো!!

মা লাইফ ইন এ নাটশেল!!

জোশ আইডিয়া!!!!!!!

দ্য বেস্ট পার্টোব সিন

দিচ ইজ ক্লাচিক

সুপা!!!

কিউটনেস লোডেড!!

জিনিয়াস! তালি হপে!! ত্তালি!!!

কুল আইডিয়া!!!

লা জওয়াব!!!

বেচারি খুকী!!

হাঃ হাঃ

আমার বেলায়ও এইটা ঘটসিলো!

বেচারা!!

|

এই ছবি দেখে আমি প্রচুর হেসেছিলাম। হাসার আসল কারণ টুপি পরিহিত ঐ লোকটা। চড় মারার আগে ও পরেও ওর কোন ভাবান্তর খুঁজে পাইনি! এই ব্যাপারটা লক্ষ্য করলে বেশি মজা পাবেন।
সবশেষে গুড নাইট!!

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




