বিসমিল্লাহির রাহমানির রাহী।ভাই একটা sensitive ব্যাপার নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে। ব্যাপারটা খুব-ই আশ্চর্যজনক হলেও সত্য।আমার এক ক্লোজ লোক গত দু-মাস আগে ROAD ACCIDENT করে মারা যান ।৫০ কি ৫৫ বছর বয়স হবে।উনার ফ্যামিলিটা আর দশটা সাধারন পরিবারের মত মধ্যবিত্ত পরিবার।গত সপ্তাহে সেই বাসায় এক অপরিচিত লোক আসে এবং লোকটির মৃত্যু খবর জেনেই নাকি তার আসা।
আসার পরে লোকটির স্ত্রীর এবং সেই লোকটির মধ্যে যে কথোপকথন হয় তার একটা নমুনা দিচ্ছি নিজের ভাষায়। (যেহেতু আমিও তখন সেখানেই ছিলাম)।
ধরুন লোকটির নাম ---- মি.এক্স
অপরিচিত জীবনবীমার লোক : মি.এক্স আপনার কি হয় ?
মি.এক্স এর স্ত্রী : উনি আমার স্বামী।
অপরিচিত জীবনবীমার লোক : আপনি কি জানেন উনি একটা জীবনবীমা করেছিলেন ?
মি.এক্স এর স্ত্রী : জ্বিনা, তবে উনি আমাকে ছয়মাস আগে একটা জীবনবীমা খুলবেন বলে বলেছিলেন । কিন্তু খুলেছেন কিনা তা জানিনা। তবে উনার( মি এক্স ) এক বন্ধু, সে মারা যাবার কদিন পরে জানতে চেয়েছিল যে তার জানা মতে আমার স্বামী জীবনবীমা খুলেছে, দু'এক কিস্তি ও পরিশোধ করেছে আমি (মি.এক্স এর স্ত্রী ) কি সেটা জানি নাকি। আমি তার কাগজ ঘেটে এমন কোন কিছু না পাওয়া দরুন তাকে বলি যে আমার তা জানা নাই। এই উত্তর দিলেন ভদ্র মহিলা।
(((অর্থাৎ উনি রিসেন্টলি একটা জীবনবীমা খুলেছিল কিন্তু তার কোন ডকুমেন্ট বাসায় পাওয়া যায়নি )))
অপরিচিত জীবনবীমার লোক : আমি উনার জীবনবীমা অফিস থেকে আসছি, এই বলে উনি জানতে চাইলেন উনার পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয় পত্র, ডেথ সার্টিফিকেট ইত্যাদি।
উনার স্ত্রী সেই পাসপোর্ট সহ সব কিছু এনে দেখালেন। আর ঐ বেক্তী (অপরিচিত জীবনবীমার লোক) তার কাছে থাকা কাগজ-পত্রের সাথে সেসব মিলালেন। সব মিলে যাওয়ার পর বললেন। ---- উনি (এক্স) লক্ষ টাকার একটা বিমা করেছিলেন। যেহেতু উনি এক্সিডেন্টে মারা গিয়েছেন তাই দ্বি-গুন পাবেন। আর উনার নমিনী হলেন আপনি।
এরপর একটা ভিজিটিং কার্ড দিয়ে বললেন ঐ ঠিকানায় যোগাযোগের জন্য। অতপর তিনি চলে গেলেন।
ভিজিটিং কার্ডে লেখা ছিল -------
JB CORPORATION.(বামে উপরে একটা লোগো)
ISLAMI JIBON BIMA TAKAFUL .. প্রতিষ্ঠান
ANOWER HOSSEN .. A.G.M (SOUTH EAST) .. বেক্তী
OFFICE 126, MOTIJHIL, DHAKA 1000 .. ঠিকানা
PHONE--- টিএন্ডটি 02 93306** মোবাইল 015523751**
এ ঘটনায় মহিলাকে খানিকটা সস্তিতে দেখে আমারও ভালো লাগলো।
খানিক বাদে ভদ্র মহিলা কার্ডে দেওয়া নাম্বরে ফোন করে দেখলেন মোবাইল বন্ধ আর টিএন্ডটি বাজে কিন্তু কেউ রিসিভ করে না। পরে সেই মহিলা আমাকে সাথে নিয়ে সেই কার্ডের ঠিকানায় গিয়ে দেখলেন যে, ঠিকানাটা ভূয়া ,মানে ঐ ঠিকানায় বা ঐ নামে কেউ নেই। এ অবস্থার পরে আমি আর ঐ মহিলার মুখের দিকে তাকাবার মত সাহস পেলামনা। আমার নিজেরই অবস্থা তখন করূন।(আল্লাহতায়ালা মানুষকে বড্ড কঠিন পরিক্ষায় পরীক্ষিত করেন)। এরকম একটা ব্যাপারে আশ্চর্য হলাম টাকা যদি নাই দিবে তাহলে এত কিছু কেন !!!!
আমার মনে হয়, লোকটি আসলে খোঁজ নিতে আসছিল যে মহিলা এই দু'মাসেও যেহেতু খোজঁ নিতে আসে নাই তাহলে তার কাছে কোন ডকুমেন্ট বা খবর জানা আছে কি-নাই, যখনই জানতে পারছে যে কোন ডকুমেন্ট নাই তখনই ভূয়া নাম্বার দিয়ে সরে পড়ছে যাতে নিজেরা ভাগবাটোয়ারা করে খেতে পারে।
আমার এ ব্যাপারে আইডিয়া কম তাই আর দৌড়াদৌড়ি করতে পারলাম না।তবে ভদ্র মহিলাকে বললাম আপনি আপনার স্বামীর সেই বন্ধুর সাথে যোগাযোগ করেন সে যদি প্রতিষ্ঠানের নাম বলে তাহলে হয়তো কিছু করা সম্ভব।
....................... সত্যিই আমি জানিনা কি কারনে লোকটি এমন আচরন করলো দু:খী স্বামীহারা মহিলাটির সাথে। তবে দুনিয়াতে মানুষ নামের কিছু অমানুষ যে পশুকেও হার মানানোর পর্যায়ে চলে গেছে তা আবার ও বুঝলাম।
আপনাদের কারও এমন ঘটনার খবর জানা থাকলে শেয়ার করতে পারেন এবং এমন সিচুয়েশনে কি করনীয় যদি কারও জানা থাকে প্লিজ সেয়ার করে পরিবারটিকে হেল্পও করতে পারেন।
আপানারা সবাই তার জন্যে তার স্বর্গবাসী স্বামীর জন্যে আমার জন্যে মাগফিরাতের দোয়া করবেন (আল্লাহ উনাকে বেহেস্ত দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারনের তৈফিক দিন। আমিন) এবং এমনটা যেন কারও জীবনে না ঘটে সে কামনা করি।
আপনারাও এখন থেকে সাবধান হন এসব অমানুষ থেকে। মৃত্যুর জন্যে প্রস্তুতি নিতে থাকুন কারন কে যে কখন সেই অজানা পথের বাসিন্দা হবে তা কেউই জানিনা।
আল্লাহ হাফেজ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


