এই ছবিগুলো ভয়ানক এবং নিষ্ঠুর, তবুও দেখা প্রয়োজন এই জন্য যে, পৃথিবীজুড়ে বিবেচনাহীনভাবে বন উজাড় করার প্রায় আড়ালে থাকা ক্ষতিকর দিকগুলোর বিষয়ে আমাদেরকে সচেতন করবে।
ইন্ডিয়ার অন্যতম বৃহৎ এবং প্রথম দিককার পরিবেশ বিষয়ক নিউজ ম্যাগাজিন “Sanctuary Asia”-এ এর সৃষ্টিশীল Art Director গনেশ প্রসাদ আচার্য্ এবং Copywriter কৌশিক কট্টি রয় সচেতনতামূরক বিজ্ঞাপন হিসেবে ছবিগুলো প্রকাশ করেন।
এই বিজ্ঞাপনের শ্লোগান হচ্ছে, “যখন বন শেষ হয়ে যাবে, তখন বন্যপ্রাণিও শেষ হয়ে যাবে”। এটি নির্দেশ করে যে, যখন তুমি কারোও বাসস্থান ধ্বংস করো, সাথে সাথে তুমি সেখানে বসবাসকারীদেরকেও ধ্বংস করো।
পুরো পৃথিবীর ৮০ শতাংশ বাস্তু সংস্থান Rain Forest ধারন করে, সুতরাং দক্ষিণ আমেরিকা এবং এশিয়ায় এই বনাঞ্চলের দ্রুত উজাড় প্রক্রিয়া অনিবার্য্ ভাবেই ধরনীর জন্য শুভ কিছু বয়ে আনবে না।




বোরড পান্ডার সৌজন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


