
দৈত্য এসেছে, পৃথিবীকে করেছে গ্রাস
খেয়ে ফেলছে নিজেই নিজের হাত।
প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য্য
সত্যটা আসলে কেউই দেখে নি।
সত্য, সত্য আসলে নিরব মিথ্যা
দৈত্য আসলে তার হাত খায় নি।
খেয়েছে নিরীহ মানুষের কলিজা
কারণ, দৈত্যগুলো সামাজের পিশাচদের ভায় পায়।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২০ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



