
কথা ছিল ভর দুপুরে টেপ টেনিসের দুই ওভার
কথা ছিল ম্যাচ জিতলে হবে দুই লিটার।
কথা ছিল এক সিগারেটে পাঁচ-ছয় জনের ভাগ
করোনার দুষ্টুমিতে এসব না হয় আজ থাক।
কথা ছিল পলাশীর মোড়ে মনিরের রং চা
কথা ছিল সেন্টুর গাঁজা, যা তুই গিয়ে খা।
কথা ছিল আম গাছে, ঢিল তুই মার আগে
কথা ছিল লবণ মরিচ আনবি পকেট ভরে।
কথার কথা যাই থাক হচ্ছে না আর কিছু
করোনা আমায় আঘাত করেছে, ছাড়ছে না আমার পিছু।
দেয়া কথা সবই হবে, হলো না হয় শুধু আজ
এমন করে ভালো থাকুক আমার বাংলা সমাজ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



