
আমি একটা কবিতা লিখতে চাই,
যে কবিতায় থাকবেনা কোন বিচ্ছেদের পঙতি,
থাকবেনা রোমান্টিক কোন লাইন।
থাকবে শুধু হাহাকার, আর থাকবে বিষাদ লাইন।
আমার কবিতায় কেউ মানচিত্র খেতে চাইবেনা,
চাইবেনা কেউ ভালবাসা।
পদ্মা নদীর তীরে বসে বলবে বিদেশী ভাষা।
ধষির্ত তোমার বনলতা সেন, ধষির্ত চারুলতা
ঘুম থেকে তুমি উঠবে কবে কাটবে অলসতা।
এই সমাজে ঘুনে ধরেছে, দেখ নাই কি তুমি,
সমাজ যাক ভেস্তে আমি কাড়িকাড়ি টাকা গুনি।
কবিতা আমার শেষ হচ্ছে নাকো, নয় এটা শেষ লাইন,
পরেরটা লিখবো আবার থাকুন অনলাইন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২১ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



