TAKA
এই পর্বে দেখব কিভাবে কাজের জন্য অ্যাপ্লিকেশন করব। আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করেছেন ঐ কাজ পাওয়া মাত্র o-desk আপনাকে মেইল করে জানিয়ে দিবে। আপনি আপনার ইমেইল লগিন করুন। তারপর o-desk যে ম্যাসেজ পাঠাবে তার ওপর ক্লিক করুন। আপনি একটি লম্বা ছকের মধ্যে কাজের তালিকা, সময়, মূল্য দেখতে পাবেন। আপনি যে কাজটি করতে আগ্রহবোধ করবেন ঐ কাজটির ওপর ক্লিক করবেন। তারপর o-desk এর ওয়েব পেজটি খুলবে ঐ খানে apply এ ক্লিক করুন। তারপর আপনার ইমেইল অ্যাডেস এবং পাসওয়াড দিয়ে লগিন করুন। তারপর একটা job letter আসবে। ঐ খানে আপনি কত বিড করতে চান তা লিখবেন। তারপর আপনার কাজের সময় লিখবেন।
তারপর cover letter বক্সটি পূরন করবেন। cover letter বক্সটি পূরন করার সময় মনে রাখবেন আপনি যদি আগে কোন কাজ করে থাকেন তা লিখবেন। আপনি যে কাজটি করতে চান ঐ কাজের উপর আপনার কত দিনের অভিজ্ঞতা এবং আপনি পূবে কোন কাজ বিড করে থাকলে তা অবশ্যই উল্লেখ করবেন। কত দিনের মধে আপনি কাজটি ডেলিভারী দিতে পারবেন তাও উল্লেখ করবেন এবং আপনি যদি houly কন্টাকের কাজ নিয়ে থাকেন তাহলে আপনি কয়টা থেকে কয়টা online এ থাকেন তা অবশ্যই উল্লেখ করবেন। আপনার কাজের Quality দেখার জন্য আপনাকে একটি কাজ Attachment করে দিতে হবে।
মনে রাখতে হবে :
* আপনি যে কাজের জন্য Apply করছেন ঐ কাজের উপর সামঞ্জস্য রেখে আপনার কাজের Attachment দিতে হবে।
* যারা নতুন অবস্থায় কাজ করতে চান তারা কম রেটে বিট দিবেন।
* Aplication পূরন করার সময় অবশ্যই উপরোক্ত বিশয়গুলো খেয়াল রাখতে হবে।
* আপনি ২একটা কাজ সফলভাবে বিট করতে পারলে পরবর্তীতে কাজ পেতে আপনার আর কোন সমস্যা হবে না।
* আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে কাজের ডেলিভারী দিতে হবে তানাহলে এরা কন্টাক বাদ করে দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




