.................
..................
..................
.................
..................
...................
এই মিনতি করি রে বন্ধু ছেড়ে যেওনা
আমিতো জানি রে বন্ধু তুমি আপনার
আমি তোমায় ভালবাসি ও বন্ধু
সমাজে হইলাম দোষী ওরে বন্ধু
আমি তোমায় ভালবাসি ও বন্ধু
লোক সমাজে হইলাম দোষী
বলুক লোকে যার যা খুশী
আমি বলবো না .....
না পাইলে আমার জীবনে
ওরে বন্ধু কাজ কি আমার কুলমানে
তুমি ছাড়া পাগল মনে আর কিছু চায় না রে বন্ধু...
ছাড়িয়া সকল আশা ওরে বন্ধু
আমি করি তোর ভরষা
মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইরোনা।
তুমি বন্ধু আমার হইলে
ভেবে কই শাহ্ নূর জালালে ওরে বন্ধু
আমার ইহকাল আর পরকালে কিসের ভাবনা...
এইখানে ক্লিক করেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



