আমরা সবাই জানি যে ইতিহাস লেখা হয় বিজয়ী দের দ্বারা। যুগে যুগে সেটাই হয়ে এসেছে। যারা পরাজিত, তাদের ইতিহাস হারিয়ে যায় কালের পাতায়। কেউ কেউ অবশ্য সেই হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করেন। । কিন্তু এই আপ্ত বাক্য টি তথাকথিত আর্য্যদের ক্ষেত্রে খাটলো না কেন?! আর্য্যরা যদি বাইরে থেকে এসে এই দেশের ভূমিপুত্র দের পরাজিত করেন, তাহলে তাদের রচিত গ্রন্থে (বেদ) কিছু উল্লেখ তো থাকবে। এতবড় একটা দেশ বিজয় হলো "বহিরাগতদের" দ্বারা, কিন্তু কোনো উল্লেখই নেই! উল্টে বেদ এ প্রথম যে মহা যুদ্ধের বর্ণনা আছে, তাতে আর্য রাজা এক ভারতীয়, এবং তিনি যুদ্ধ করেছিলেন তথাকথিত 10 আর্য্য রাজার সম্মিলিত বাহিনীর সাথে। এই 10 রাজার অনেকেই কিন্তু "বহিরাগত"! (অবশ্য এনারা কেউই সেই অর্থে বহিরাগত নন কারণ আজকের ভারত, তৎকালীন ভারতের একটি অংশমাত্র। পৌরাণিক এবং ঐতিহাসিক ভারতের বিস্তার ব্যাকট্রিয়া থেকে বর্মা পর্যন্ত বিস্তৃত ছিল।
প্রথম বৈদিক ১০ রাজার মহাযুদ্ধ (আমাদের দেশের নাম কেন ভারত হলো? পূর্ব নাম জম্বুদ্বীপ): ।।।।। যুদ্ধের প্রেক্ষাপট : ঋকবেদ অনুযায়ী রাজা দিবােদাসের পুত্র, রাজা সুদাস ছিলেন ভরত গােষ্ঠীর রাজা। রাজা সুদাসের প্রধান রাজ পুরােহিত ছিলেন বিশ্বামিত্র। ঋষি বিশ্বামিত্রের কাজে অসন্তুষ্ট হয়ে সুদাস বিশ্বামিত্রের পরিবর্তে ঋষি বশিষ্ঠ্যকে প্রধান পুরােহিত পদে নিয়ােগ করেন। এতে অসন্তুষ্ট হয়ে ঋষি বিশ্বামিত্র দশটি গোষ্ঠীর দশ রাজার জোট গড়ে রাজা সুদাসকে আক্রমন করেন।। ঋক বেদের কিছু শ্লোকে আবার এটাও লেখা আছে যে ভরত গোষ্ঠীর গো (গরু) ধনের কব্জা পেতেই নাকি ওই ১০ রাজার সম্মিলিত বাহিনী যুদ্ধ করে। গরু দেখছি, চিরকালই ভারতের একটা মুখ্য বিষয়! ।।।।।।।।।।।।।। ঐতিহাসিক মাইকেল উইজেল মনে করেন এই যুদ্ধটি সম্ভবত দুই মহাঋষির আধিপত্য বিস্তারের লড়াই। ঐতিহাসিক রণবীর চক্রবর্তীর মতে, এই যুদ্ধটি পঞ্চ নদীর ওপর আধিপত্য ও সেচ ব্যবস্থার অধিকারের জন্য হয়েছিল।। ।।।যুদ্ধের পক্ষ বিপক্ষ: এক দিকে ছিলেন রাজা সুদাস (তৎস্রু ও ভরত গোষ্ঠী) ও ঋষি বশিষ্ঠ্য। অন্য দিকে ছিলেন ঋষি বিশ্বামিত্রের গঠনে নিম্নলিখিত গোষ্ঠী সমূহ।
১) আলিনা -দক্ষিণ পূর্ব আফগানিস্তানের নূরিস্তান প্রদেশের গোষ্ঠী। (বহিরাগত কি?!)
২) অনু- কোন অঞ্চলের গোষ্ঠী সঠিক স্থান জানা যায়নি। তবে মহাভারতের সময়ে এই অনু গোষ্ঠীর এক চক্রবর্তী সম্রাট অঙ্গ এর কথা উল্লেখিত আছে।
৩) ভৃগু - এই গোষ্ঠীর সৃষ্টি কর্তা/অধিপতি মহাঋষি ভৃগু। স্থান গুজরাট ও নর্মদা নদীর তীরবর্তী অঞ্চল সমূহ।। ৪) দাসা/দাহাই - এই গোষ্ঠী দের লোকজন অনার্য বলে অনেক গল্প লেখা হয়! দাসা এই শব্দ টি আসলে দাহাই শব্দের অপভ্রনশ্। দাহাই-দাহা-দাসা। স্থান - ইরান, মধ্য এশিয়া (এই রে "অনার্য" রা বহিরাগত?!)
৫) দ্রুযুশ (গান্ধার)- স্থান বর্তমান আফগানিস্থান, পারস্য, ব্যাকট্রিয়া যেটা পরবর্তী কালে মহাভারতের সময়ে বাহলিক প্রদেশ। ৬) মৎস্য- স্থান বর্তমান রাজস্থান। পরবর্তী তে ১৬ মহাজনপদের অন্যতম।।
৭) পারসু (পারস্য)-এটি 844 খ্রিস্টপূর্বাব্দ এর একটি অ্যাসিরিয়ান শিলালিপির পার্সিয়ানদের পার্সু হিসাবে উল্লেখ করে প্রমাণের উপর ভিত্তি করে, এবং পারস্যের দারিয়াউস 1 এর বেহিসতুন শিলালিপি পার্সিয়ানদের বাসস্থান হিসাবে উল্লেখ করে। ৮) পুরু- স্থান বর্তমান সিন্ধু প্রদেশ, পাকিস্তান, আংশিক আফগানিস্তান। ঋগ্বেদ অনুসারে, এই পুরু বংশের এক রাজা অশ্বমেধ যজ্ঞ করে আফগান প্রদেশ কে নিজ অধীনে আনেন।।
৯) বালানা - বর্তমানে কাবুল। মনে করা হয় বোলানা গিরিপথের নামকরণ এই গোষ্ঠীর নাম থেকেই এসেছে।
১০) পানি/পারনি/পান্নি - বর্তমান স্থান পাকিস্তান, আংশিক ইরান। মনে করা হয় এই পানি শব্দটি বানি শব্দের অপভ্রনশ। বণিক-বানি-পানি/বানিয়া। মনে করা হয় পাখতুন জাতি এই পান্নি গোষ্ঠীরই উত্তর পুরুষ।। ।।।। ঋগ্বেদ অনুযায়ী, এই সব কয়টি গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল যতদিন পর্যন্ত ঋষি বিশ্বামিত্র এদেরকে একত্রিত করেন। যুদ্ধের ফলাফল: এই মহাযুদ্ধ দুটি পর্যায়ে হয়েছিল। যদিও অসম যুদ্ধ, তা সত্ত্বেও ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হন। এই যুদ্ধেই আছে ইন্দ্র ও বৃত্রসুর+ বালার (ব্রাহ্মণ, এনাদের হত্যার কারণে ইন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ লাগে)। রূপকের আড়ালে লক্ষিত যে, সম্ভবত, বৃত্র বেশ কয়েকটি নদীর বাঁধ দিয়ে রেখেছিলেন। ইন্দ্র সেই বাঁধ গুলি ভেঙে জল আনেন। এই ভাবে জম্বুদ্বীপে ভরত গোষ্ঠীর আধিপত্য স্থাপিত হয় এবং জম্বুদ্বীপ নতুন নাম ভারত প্রকাশিত হয়। ( শকুন্তলা-দ্যূষমন্ত পুত্রের নামানুসারে ভরত থেকে ভারত গোষ্ঠী ও সেই থেকে ভারত খন্ড)। মহাভারতের কুরু বংশ এই ভরত গোষ্ঠীরই অংশ।
এবারে কিছু প্রশ্ন রাখছি। যাঁরা আর্য্য তত্ত্বের প্রচার করেন তাদের জন্য মূলত।।
১) বহিরাগত আর্য্য দের নিজেদের অঞ্চলের (মাতৃভূমি ইরাক ইরান যা গল্প বলিয়েরা প্রমাণ করার চেষ্টা করেন!) কোনো উল্লেখ কোথাও নেই কেন?
২) ভারতের নানা অঞ্চলের ভৌগোলিক বিবরণ আছে কিন্তু যে স্থান থেকে এলেন সেই অঞ্চলের কোনো ভৌগোলিক বিবরণ নেই কেন? ৩) ১০ রাজাদের যে বর্ণনা আছে তাঁরা জোটবদ্ধ হয়েছিলেন ঋষি বিশ্বামিত্রের নের্তৃত্বে। এদের মধ্যে কেউই অনার্য নন। তাহলে আর্য্য গণ যুদ্ধে হারালেন অনার্য দের এই গল্পের ভিত্তি কি?!
৪) যে সব রাজাদের, ঋষিদের উল্লেখ আছে, তাদের মধ্যে কারা ভারতীয় নন বলে মনে হলো?!
(কৃতজ্ঞতা আমার বন্ধু সাগর)
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


