মিশর জর্ডন সিরিয়া আর লেবাননের জন্যে কোনো দিন প্যালেস্টাইন রাষ্ট্র হতে পারেনি, শুরু থেকেই তারা ভাগ করে নিত।
যুদ্ধ করতো ইসরাইলের থেকে জমি দখলের জন্যে, যুদ্ধের পর নিজেদের মধ্য ভাগ করতো ! কোনো দিনই প্যালেস্টাইন বলে কোনো দেশ তৈরি হতে দেয় নি আরব দেশ গুলো।
হা রা মখোর গুলো ফিলিস্তিনি দের জন্যে মিথ্যায় কুমিরের কান্না কাঁদে। ওদের আসল উদ্দেশ্য ইহুদি দের উৎখাত করে ওই গুরুত্বপূর্ন জমিটা দখল করা।
কোনো আরব দেশ প্যালেস্টাইন এর পক্ষে নয়, তারা শুধু ইসরাইল এর বিপক্ষে ! আর Hamas এর পক্ষে !
ওয়েস্ট ব্যাংক নাম দিয়েছে জর্ডন নদীর পশ্চিম পাশের ভূখণ্ড কে জর্ডন নিজের ভাবে, প্যালেস্টাইন ভাবে না। ৬৭ এর যুদ্ধের পড় গাজা কে মিশর নিজের বানিয়ে নেয়, প্যালেস্টাইন ভাবে না !
তাই জর্ডন নদী আর গলেমান পাহাড় থেকে ইসরাইল কোন দিন সেনা সরাবে না, ওরা বিশ্বাস করে না আরব কে। ওইটা ওদের ন্যাচারাল ডিফেন্স। ঠিক যেমন রাশিয়া বিশ্বাস করে না nato কে, আর ইউক্রেনের দানিপ্রো নদী অবদি নিজেদের সেনা রাখবে। ন্যাচারাল ডিফেন্স যাকে বলে।
তাই ফিলিস্তিন দেশ না থাকার জন্যে যতটা দায় ইসরাইলের তার থেকেও বেশি দায় এই হায়েনা আরব দেশ গুলোর, যারা ৪৬ সাল থেকে ক্রমাগত আক্রমণ করে ওই এলাকা দখল করতো।
https://youtu.be/53Z7e0C1NMI?si=bINWX5kbt3Mh5iEw

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




