
দাদা ভাবলো নিজেকে বীর পুরুষ প্রমাণ করার এই সুযোগ। ভাবি তেলাপোকা দেখলেই চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে, তারপরে নিশ্চয় ভয় পেয়ে দাদা কে জাপ্টে ধরবে,ব্যাপারটা কতটা রোমান্টিক হবে ভেবেই দাদা বেশ শিহরিত।
তাই হুট করে চেঁচিয়ে বলল,
-- এই তোমার পেছনে তেলাপোকা।
ভাবি পেছনে ঘুরে বিরক্তিভাব দেখিয়ে বলল,
-- তুমি তেলাপোকায় ভয় পাও?
বড়ো বীরপুরুষ আমার.. সরো আমি দেখছি।
দাদা হেব্বি অবাক হল।
ভাবি একটা ঝাড়ু হাতে নিয়ে তেলাপোকারে এমন পিটানো পিটালো দেখে দাদার সব রোমান্স নিমেষে উধাও।
ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে দাদা বিড়বিড় করতে লাগল, 'যেনতেন বউ তুমি পাও নি রাজিব, সাবধানে না চললে তোমারও ঝাঁটাপেটার অভাব হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




