
কামাল১৮ ব্যালকনিতে দাঁড়িয়ে পাড়ার যে সুন্দরী ভাবি যাচ্ছে তাকে দেখেই বলছে, ভাবি ,দেওয়ালির অগ্রিম শুভেচ্ছা।
সুন্দরী ভাবিরাও উত্তর দিচ্ছে, আমাদের তরফেও শুভেচ্ছা রইল।
কখন যে কামাল ভাবি বাচ্চাকে ছুটি দিয়ে ব্যালকনিতে কামাল১৮ এর পাশে এসে দাঁড়িয়েছে তা টেরই পায় নি।
কামালভাই তখন বলছে, মমতাজ ভাবি দেওয়ালীর অগ্রিম শুভেচ্ছা।
কামাল ভাবি এসে বলল, দেওয়ালীর শুভেচ্ছা জানানোর সাথে সাথে বাজি ফাটাতে হয়।
কামালভাই বলল,তুমি বাজি এনেছ? সেগুলো আনো, বাইরে ফাটাই!!
ভাবি বলল,না ঘরের ভেতর বাজি ফাটাবো!!
তারপর কামালভাই কে ঘরের মধ্যে নিয়ে গেল আর দুম! দুম! ধপাস! ধপাস! ঘরের ভেতর থেকে বাজি ফাটার শব্দ আসতে লাগল।
আরো আশ্চর্যের ব্যপার বাজি ফাটার সাথে সাথে পুরুষকন্ঠে আর্তনাদ শোনা যাচ্ছিল!!
(বাই দি ওয়ে, কামাল১৮ দাদা, আপনারা কি দেওয়ালীতে বাজি ফfটান ?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




