মেয়ে, সহস্র নিশীথ বিনিদ্র কাটিয়ে-
তিলে তিলে জমিয়েছি এক মুঠো জ্যোৎস্না,
কোন এক পূর্নিমায় তোমায় ভাসাব বলে।
আমার প্রাণের স্পন্দন তাই-
তীব্র থেকে তীব্রতর হয় পূর্নিমা রাত এলে।
মেয়ে, এ জনমে তোমার সাথে-
জ্যোৎস্নায় ভেজা হল না,
হলনা তোমার এলোকেশে
বাতাসের লুকোচুরি খেলা দেখা।
আমার ভাগের জ্যোৎস্না আমি
তোমায় দিলেম মেয়ে-
প্রাণ ভরে তুমি কুড়িয়ে নিও,,
পূর্নিমা রাতে আকাশের আয়নায়
অপলক থাকব চেয়ে।
কুহেলিকার সাথে করেছি যুদ্ধ
অগনিত প্রভাত,
কুড়িয়েছি এক মুঠো মায়াবী রোদ্দুর,
তোমায় দেবো বলে।
রোদ্দুরটা বেশি মায়াবী নাকি তুমি-
দেখার ভাগ্য আমার তো নেই মেয়ে,,
তুমি খুব করে মেখে নিও সব রোদ্দুর গায়-
দু ফোটা হর্ষ পড়বে না হয়
আমার দু চোখ দিয়ে।

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




