পরমা বলেছিল,
"তোমাকে দিয়ে ভালবাসা হবে না"
কবিতাকে ভালবেসে,দেখ দিব্যি সংসার করছি
আমার প্রথম মেয়ের নাম "শব্দ"
"লেখা" আগত আরেক মেয়ের নাম
আমার কষ্টের নাম অক্ষর।
সত্যি,
"আমাকে দিয়ে ভালবাসা হচ্ছে না"
দিনকে দিন হয়ে যাচ্ছি “কালপুরুষ”
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


