
(১)
কী অধিকার তোমার,
কথা হলেই জিজ্ঞেস কর "কেমন আছো?"
কী অভিমান আমার,
চুপ করে সত্য গিলে বলি "ভাল আছি" ।
(২)
তোমার কেমন আছ?প্রশ্নের......
জটিল জবাব "যেমন রেখেছ"
সরল উত্তর "ভাল আছি"
কষ্টকর প্রতুত্তোর "ঘাড় কাত"
তিনটে সাম্ভব্য উত্তর থাকার পরো
যখন উত্তর পেলে "ভাল নেই"
বুঝে নিও,চন্দ্রকথা!
"ত্রিশ বছরের যুবক কখনো ভাল থাকে না"
নোটঃ এই "কেমন আছ" শব্দটা আমার মাথায় গেঁথে গেছে,ইচ্ছে আছে এই সিরিজের আরো একটি কবিতা লেখার। প্রথম কবিতাটি ইতিপূর্বে সামুতে প্রকাশিত।একজায়গার করার জন্য আবার দেয়া।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


