ইন্টারনেট জগৎ এর বাধা ভেংগে দিয়ে বাধ ভাঙার আওয়াজ শোনা যাচ্ছে চারিদিকে। আমি ভাবলাম ইতিহাসের এই সুন্দর রচনায় নিজেকে অন্তত একটি দাড়ি কমা হিসেবেও যদি যুক্ত করতে পারি তাহলে অন্তত নিজের কাছেই ভালো লাগবে। আগামী বেশ কিছুদিন আমি সহ আরো অনেক পুরানো ব্লগার সামুতে অবস্থান করবেন। হয়তো কিছুদিন নয় এখন হতে সর্বদাই সামুতে অবস্থান করবেন অনেকে। অর্ধশত প্রাচীন ব্লগারের সাথে কথা হয়েছে আমার
তারা সকলেই সামুতে ফিরে আসবে তাদের প্রতিভা নিয়ে।
আজ ফিরে এসেছি সামুতে, খালি হাতে কি করে আসি ?
তাই আপনাদের জন্য নিয়ে এলাম আমার পড়া একটি বইর সংক্ষিপ্ত পরিচয়। ভালো লাগলে বইটা সংগ্রহ করে পড়তে পারেন।
রাস্তায় চলতে চলতে অস্বাভাবিক কিছু চোখে পরেছে আপনার ? রিকসায় হুড তোলা কাপলের রোমান্সের কথা বলছি না। ছোট খাটো অস্বাভাবিক বিষয় যেমন ধরুন, ডাস্টবীনের ময়লা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে কোন আশিতিপর বৃদ্ধ মানুষ !
অথবা যে মানুষটি বয়সের কারনে হাঁটতে পারে না সেই মানুষটি রিকসার হ্যান্ডেল ধরে যাত্রী খুঁজছে , কারন বুড়ো হয়ে যাওয়ার অপরাধে তার ছেলে মেয়েরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে !
আমরা কখনো থানায় ফোন করে বলি না, হ্যালো অমুক থানা ? ভয়ানক কান্ড ঘটে গেছে ! রাস্তায় একটি লোক শুয়ে আছে, সেই মানুষটা গত দুইদিন কিছু খেতে পায়নি !!!
আমি জানি এই বিষয়গুলো সকলের কাছে অস্বাভাবিক নয় এগুলো হরহামেশা দেখা যায় এবং আমরা এগুলোকে স্বাভাবিক ঘটনা বলে মনে মনে স্বিকার করে নিয়েছি ! কে বা কারা আমাদের মাথার মগজে এগুলোকে স্বাভাবিক ঘটনা বলে গেথে দিয়ে গেছে । তবে দুই একজন মানুষ এই স্বাভাবিক ঘটনাগুলোকে অস্বাভাবিক বলেই ধরে নেয় এবং দিনশেষে সেই দুইএকজনকেই মানুষ পাগল ঠাওরায় কারন তাদের অপরাধ এই স্বাভাবিক ঘটনাগুলোকে তারা অতি গুরুত্বের সাথে অস্বাভাবিক ঘটনা বলে ধরে নেয়।
Philip K. Dick এর লেখা The Hanging Stranger গল্পটার
আপাতভাবে থিম অনেকটা এই রকম, সাইন্সফিকশন এই গল্পটা ছোট গল্পের মতো শেষ হইয়াও হইলো না শেষ টাইপের।
ভালো লাগলে পড়ে দেকতে পারেন।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৭