
প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন কিছু হচ্ছে; ১৪৪ ধারায় মধ্যেও সংঘর্ষ চলছে। এমন অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল কালক্ষেপণ না করা। তাও একদিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ি যাবে?! কতটা ক্রিটিকাল ইস্যু উনারা কি জানে না?
একটা স্থায়ী পার্বত্য চুক্তি এখন সময়ের দাবি; যেখানে আদিবাসিদের পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে; আর বাঙালিসহ সকল অধিবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, এই দেশের সীমান্তবর্তী জায়গায় সামরিক উপস্থিতি দুর্বল করা বোকামি হবে। বিশেষ করে যখন প্রতিবেশি রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে ঝামেলা চলছে।
কিন্তু সামরিক বাহিনীদের সাথে আদিবাসীদের দ্বন্দ্ব আছে এটাও অস্বীকার করা যাবে না। সেটার একটা সমাধান হতে পারে সামরিকবাহিনীতে অথবা প্যারামিলিটারি হিসেবে আদিবাসীদের অংশগ্রহণ যুক্ত করা। এতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অক্ষুন্ন থাকবে; আর নিজ দেশের সাম্প্রদায়িক সংঘর্ষের সম্ভাবনাও কমে আসবে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




