হাইকোর্টের বারান্দায় শুয়ে থাকা
ক্ষুধার্ত কুকুর’টি একদিন স্বপ্ন দেখে,
এই শহর সম্পূর্ন কুকুরের
দখলে থাকবে সব সময়,
মানুষ আর কুকুরের জন্য আইন সমান হবে,
রাতে সবাই একসাথে পেট ভরে খাবে।
পরদিন, মহামান্য আদালত বললেন,
“হাইকোর্টের বারান্দায় জীবিত প্রানীদের ঘুমানো নিষেধ।”
তারপর সিটি কর্পোরেশনের ট্রাকে করে যখন কুকুর’টিকে বন্দী করে নিয়ে যাওয়া হয়,
খোলা আকাশের দিকে তাকিয়ে সেটি ভাবে,
‘এই শহর একসময় সম্পূর্ন কুকুরের দখলে থাকবেই,
সেদিন থেকে শহরের সব বারান্দায় মানুষ’কে ঘুমানোর অনুমতি দেওয়া হবে,
আহা মানুষগুলো কুকুর হলে ভালো হতো,
তাহলে তার মত মায়া থাকত’।
————
রশিদ হারুন
১৭/০২/২০১৯
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




