
পোস্টের শুরুতে মার অবস্থান সম্পর্কে একটু বলতে চাই। আমি একজন সরল লাইনের মানুষ। আমি আপনার সাথে কেমন ব্যবহার করবো তা নির্ভর করবে আপনার আচরণ এর উপর ।" My attitude is based on how you treat me". সম্মান দিলে সম্মান পাবেন। অবশ্যই সবাই সম্মান করতে জানেনা। বরং বিনয় ও ভদ্রতাকে দুর্বলতা মনে করে আহাম্মকের ভূমিকায় অবতীর্ণ হয়।
এবার আসি সেলেব্রিটি কথনে। আমাদের দেশে অনেক জনপ্রিয় সেলেব্রিটি আছেন। আমি শোবিজ সেলেব্রিটির কথা বলছি। তাদের মধ্যে অন্যতম হলো জয়া আহসান , নুসরাত ফারিয়া মাজহার এবং পরিমণি। দেশের মানুষ নিজের পছন্দ অনুসারে তাদের প্রিয় সেলেব্রিটিকে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলো পছন্দ করে অনুসরণ করেন।
কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু সেলেব্রিটি অন্যের ফলোয়ার বেশী হলে হিংসা করে যা খুবই দুঃখজনক। ভাই বুঝবা কখন ? যে যত ভালো অভিনয়-মডেলিং- নাছ ইত্যাদি করে তার জনপ্রিয়তা অনেক বেশী। আমাকে যদি জিজ্ঞেস করা হয় নুসরাত ফারিয়া এবং পরিমণি থেকে আপনি কাকে বেশী পছন্দ করবেন? " আমার উত্তর হবে নুসরাত ফারিয়া মাজাহার"। কেন সেটা আমার নিজস্ব অধিকার। এই ব্যাপারে আমি কাউকে কৈফিয়ত কেন দিব? হয়তো বলবে নুসরাত ভারতে গিয়ে মুভি করে, ড্রেজাপ খুবই বিশ্রী। ভাই সে ভারতে মুভি করবে নাকি পাকিস্তানে মুভি করবে , লেংটা নাচবে নাকি হিজাব পড়বে তা তার ব্যক্তিগত ব্যাপার।আমি তার অভিনয় দেখে তার ভক্ত। এটা আমার নাগরিক অধিকার। সে যদি আইন ভঙ্গ করে সেটা সংশোধন করা সরকারের কাজ। আমার কাজ হচ্ছে তার মুভি বা অভিনয় দেখা।
দুই জনের মধ্যে ফলোয়ার এর বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে সেরা পরিমনি, সে বাংলাদেশের একমাত্র সেলেব্রিটি যাকে সর্বপ্রথম ১ কোটি মানুষ ফেসবুকে ফলো করেছে। গুণ ও মানে সেরা নুসরাত ফারিয়া মাজহার।ভারতের মতো একটা দেশে মুভি করে জনপ্রিয়তা অর্জন করা ৪ টি খানি কথা নয়। নাছে গানে অভিনয়ে উপস্থাপনায় পারদর্শী নুসরাত। পরিমণি কে উপস্থাপনা করতে দিলে কি ঘটবে সেটা পাঠকরাই ভালো জানেন। আমি পরি কে কোন ভাবেই ছোট করছিনা। তার সাথেও আমার খুবই ভালো সম্পর্ক। আসলে বুঝাতে চাচ্ছি যার কাজ তাকে মানায়।
মানুষের একটা স্বভাব জাত বৈশিষ্ট্য হলো সে যাকে ভালোবাসে সে তাকে কোন কারণ ছাড়াই ভালোবাসে। মস্তিষ্কে যে সেটাপ হয়ে যাবে তাকে সরানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। ডঃ জাফল ইকবাল স্যারকে এদেশের জামাতরা দেখতে পারেনা, কারণ উনি জামাতকে প্রচণ্ড ঘৃণা করেন, এইজন্য কি আমি স্যারকে সম্মান করবোনা। বুঝিনা মানুষ কেন সরল ভাবে সব কিছু চিন্তা করতে পারেনা। যে যেভাবে থাকে সে সেভাবে সুখে থাকনা। কে কার কার সাথে শোইলো, খাইলো , ঘুরলো , এই গুলা নিয়ে পড়ে না থাকলেই কি নয়?
যাই হোক দেশের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দুই তারকা কে খুবই পছন্দ করেন। কিছুদিন আগে যখন দেশে নরেন্দ্র মোদী আসছিলেন তখন শোবিজ থেকে যে কজনকে তার সাথে সাক্ষাত করা হয়েছি তাদের মধ্যে ছিলেন হলে জয়া এবং নুসরাত। নুসরাত আমার খুবই প্রিয় বন্ধু। আমার ম্যাগাজিনে গত বছর কাভার মডেল ছিল নুসরাত ফারিয়া। যে যেভাবে যেখান থেকে বাংলা এবং বাংলাদেশকে বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করে তাদের আমি সম্মান করি ভালোবাসি। সে ফেসবুকে শত বিপদে পড়লেও আমি তার পাশে থাকবো। তার পোস্টে যখন অসভ্য বর্বর মূর্খ মৌলবাদীরা অকথ্য ভাষায় গালাগালি করে তখন আমি যতটুকু পারি তাকে সাপোর্ট দেই। এই কারণে হয়তো মোল্লারা আমার ফেসবুক আইডি রিপোর্ট করে যে কোন মুহূর্তে ডিজেবল করে দিবে। কিন্তু তাতে আমার কিছু যায় আসেনা। মানুষের মতো আচরণ করেছি এতেই আমি সন্তুষ্ট।আমি মনে করি পরিমণি এবং নুসরাত ফারিয়া মাজহার দুইজনই দেশের সম্পদ। যে যার যার অবস্থান থেকে দেশ কে সমৃদ্ধ করুক। কেউ কাউকে হিংসা না করুক। দেশ ও দেশের মানুষের ভালো হোক।
ছবিতেঃ নুসরাত ফারিয়া, ক্লথিং ব্রান্ডঃ রিথব। মেক আপ জুয়েলারি স্টাইলিং ফটোগ্রাফ আমার ফার্ম।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২২ ভোর ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



