
ইনস্টাগ্রামে ইউটিউবার দীপিকা মাতিয়ালার আই ডি তে দেখলাম উপমহাদেশের শ্যামবর্ণের স্মার্ট নারীদের অবয়বে প্রথম বারের মতো নির্মিত হচ্ছে বার্বি । নেটে ঘাটাঘাটি করে দেখলাম এ বছরই আমাদের উপমহাদেশের নারীদের শ্যামবর্ণের মায়াময় সৌন্দর্য, স্মিত হাসি এমনকি গালের নজর কাড়া টোল নিয়ে বার্বি আসছে একেবারে নতুন রূপে। সঙ্গে এক ঢাল কালো চুল, মোহময়ী কালো দুচোখ- আর কি চাই! বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার দীপিকা মাতিয়ালার সঙ্গে কোল্যাবোরেশনেই এই বার্বি পুতুলটি তৈরি হচ্ছে। ভারতীয় মুখের আদল, শারীরিক বৈশিষ্ট্য বা সাজপোশাকে এই ভারতীয় বার্বি নাকি বিশ্বজয় করবে।
করলেও করতে পারে। শ্যামলা মেয়েরা ফর্সা মেয়েদের চেয়েও সুন্দর। বাংলাদেশ ভারত শ্রীলংকা ও পাকিস্তানের অধিকাংশ সেরা মডেল শ্যামলা। পাকি মডেল গুলো একটু উজ্জ্বল শ্যামলা ও ফর্সা। বেশী লম্বা। তাই ভারত বাংলাদেশ শ্রীলংকার মডেলদের মতো অবিকল দেখাচ্ছে এই বার্বি। এই পুতুলটির জনপ্রিয়তা নাকি সারা বিশ্বেই সর্বাধিক।
দেখা যাচ্ছে বার্বিটির গালে টোল পড়ছে। ঠোঁটে হাসি। কানে ঝুমকা দিসে, পরিপাটি খোলা চুলে দেখতে বার্বিটি সত্যি অসাধারণ দেখাচ্ছে।

ছবিতে দীপিকা মাতিয়ালা। ওর এবং বার্বির ছবি ইনস্টাগ্রামে শেয়ার দেয়া পাবলিক পোস্ট থেকে।
এটি একটি একটি ম্যাও প্যাও পোস্ট ।
(বিভিন্ন পত্রিকা তে নিউজ হয়েছে)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২২ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




