
কক্সবাজারের মারমেইড রিসোর্টের ফুড জোনে লিনা।
সব গুলো ছবিতে কপি রাইট আছে।
পোস্টে ছাগু কাটমোল্লা ছাইয়া মাল্টি গালিবাজ নিষিদ্ধ। আসা মাত্র কানে ধরে ব্লগের বাইরে রেখে আসা হবে।
ব্লগে ৬ বছর হলেও আমি আসলে ব্লগার নই। সাড়ে ৫ বছরে ১০ টা পোস্ট লিখসিলাম। ঐগুলাও ম্যাওপ্যাও পোস্ট।৫ বছরে হিট ছিল মাত্র ৮০০০| হিট টিট এগুলো আমি কেয়ার করিনা। কেয়ার করলে হয়তো ৬ বছরে ৩/৪ লাখ হয়ে যেত। আমি ব্লগিং এনজই করসি এখন তাই ব্লগিং করসি। যখন পেইন লাগবে তখন বাদ।আগে কমেন্ট করতাম মাঝে মাঝে।ধরতে গেলে ব্লগিং করসি ৪ মাস। রাজীব কে কপ-পেস্ট ইস্যুতে জেনারেল করার পর আবার সেফ যখন করছিল, তখন চাটগাঁইয়া খানা পিনার একটা ফুড ব্লগ দিসিলাম। তখন থেকে এখন পর্যন্ত আছি। ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত নিয়মিত। অক্টোবর পর্যন্ত হয়তো নিয়মিত থাকব।আজ লগিন করে দেখলাম ব্লগটি ৫০,০০০ বার হিট। ভাবলাম একটু সেলিব্রেট করি।তাই একটা ছবি ব্লগ ও খানা পিনার পোস্ট দিলাম।

ছবিতে- লিনা।
গরুর মাংস ছাড়া সব লিনা রান্না করসে।

লিনা ডেকোরেট করসে।

চিকেন স্পাইসি মোমোস।

আলুর দম।

মোমোস দিয়ে প্রস্তুতকৃত পাস্তা।

ক্র্যাব

বিফ দিয়ে বানানো নাচোস।

হানি চিকেন উইংস।

গুজরাটি ধোকলা।

চাটগাঁইয়া গরুর মাংস মেজবানি ফ্লেভার।

চাটগাঁইয়া গরুর মাংস নরমাল ফ্রেভার।

টমেটো বেসিল স্যুপ।

স্যালমন এবং প্রন দিয়ে বানানো সুশি।
গরুর মাংস ছাড়া সব গুলো খাবার লিনা রান্না করসে।
নিচের ছবিতে যে শহরটি ও ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি উন্নত কোন দেশের শহর নয়। এটি বাংলাদেশে অবস্থিত চট্টগ্রামের হোটেল পেনিনসুলার রুফটপ থেকে তুলা জিইসির মোড় এর ছবি।অনেক চট্টগ্রামের মানুষ দেশের বাইরে থাকেন। তারা হয়তো তাদের প্রিয় শহরটাকে মিস করে।তাদের জন্য নিচের ছবিটি দেয়া হল। গরুর মাংসও তাদের জন্য। আসুন সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজ গুলোর প্রশংসা করি।

পোস্ট উৎস্বর্গঃ ব্লগার শায়মা আপু।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




