
সিলেটের তাজা চা।
শিরোনামঃ শিরোনামহীনের হাসিমুখ গান থেকে।
চা ছাড়া সব লিনা রান্না করসে।
ছবিঃ সব নিজস্ব।
ব্লগে অনেক সম্মানিত ও অভিজ্ঞ ব্লগার এখনো আছেন।।তাদের পোস্ট এবং মন্তব্য পড়ে জেনেছি আমাদের দেশের তরুণ প্রজন্ম ব্লগিং শুরু করেছেন ২০০৫ সাল থেকে। আমি গুগল করে দেখেছি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্লগিং এর মধ্যে ফুডব্লগিং অন্যতম। ছবি ব্লগ এবং ফুড ব্লগ দুইটাই আমার খুব প্রিয়। এর পর প্রিয় হল রাজনীতি, সমাজ, বেকারত্ব দূর করণ, কর্ম সংস্থান সৃষ্টির উৎস, ফ্রি শিক্ষার আবশ্যকতা, আধুনিক সভ্যতা, বিজ্ঞান, রিপাবলিক, গণতন্ত্র, ধর্মনিপরপেক্ষতা, সমাজতন্ত্র, পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি, ধর্মান্ধ দের বিরুদ্ধে লেখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের মানুষের পক্ষে লিখা ব্লগ গুলো খুব উপভোগ করি।
এটা আসলে কোন ফুড ব্লগ নয়। শুধু কিছু খাবারের ছবি শেয়ার করছি। ফুড ব্লগ লিখতে হলে অনেক তথ্য দিতে হয় ছবির সাথে। কিন্তু এতো ধৈর্য আসলে নেই। শায়মা আপু, জুন আপু মাঝে ফুড নিয়ে পোস্ট দেন। আমার খুব ভালো লাগে। লিনার রান্না কয়েকটি ফুডের ছবি শেয়ার করা হল।

চানা,লুচি,ডাল,আলুর দম সাথে স্যালাড।

চানা মাসালা উইথ নান।

পানি পুরি ফুসকা।এটা নারী দের জন্য।

চিকেন চিজ ফুসকা।

চিকেন মাশরুম চিজ ক্রিম পাস্তা।

ক্র্যাব উইথ ভেজিটেবল।

চিতল ফিস কুফতা উইথ স্টিম রাইস এন্ড ব্যাকেড পটেটোজ।

চিতল ফিস কোফতা।

চিকেন স্পিনাচ এপল স্যালাড।

চিকেন সাসলিক।

প্লেসঃ হোটেল শেরাটন। ছবিতে - লিনা।
আমি একসময় এব্রডে ছিলাম। নিজে রান্না ব। যখন শুধু খেয়ে বেঁচে থাকার জন্য রান্না করা হয় তখন রান্না করা পেইন। আর শখ করে যদি কোন খাবার রান্না করা হয় তা সত্যি মানসিক আনন্দ দেয়। রান্না আসলে একটি শিল্প। আর যারা রান্না করেন তারা রন্ধন শিল্পী। কথায় আছে 'যে রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে' - কথাটা আসলে সত্যি।
প্রিয় ব্লগার শুভ সন্ধ্যা। প্লিজ আমাদের দেশের মানুষের পক্ষে লিখুন।

ছবিতে লিনা।
পোস্ট উৎস্বর্গ- যাকে করতে চেয়েছিলাম তিনি আমাকে দেখতে পারেন না।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



