
বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা শহর।২৫০ ফিট উঁচু একটি কমার্শিয়াল স্পেস এর ছাদ থেকে তুলা। ঠিক কোন স্থানের ছবি?
ছবি তুলা কেন ইসলামে হারাম হবে? একজন মাওলানা সাহেবের ওয়াজ শোনেছিলাম, তিনি বলেছেন ছবি তোলা, ছবি আঁকা হারাম। কেয়ামতের দিন নাকি যে ছবি আঁকা হয়েছে বা তোলা হয়েছে আল্লাহ সেগুলোকে প্রাণ দিতে বলবেন। দিতে না পারলে জাহান্নামে নিক্ষেপ করবেন। ছবি আসলে কোন ব্যক্তি বা বস্তুর ছোট আকারের প্রতিকৃতি। তাহলে দাঁড়ালো সকল ফটোগ্রাফারকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।বস্তু বা ব্যক্তি সৃষ্টি হলে তার ছবি তুলতে বা আঁকতে সমস্যা কি বুঝলাম না।

এটি দেশের বাইরের কোন দেশ নয়। বিউটিফুল বাংলাদেশের একটি স্থান যেখানে নদীর আর পাহাড় মিলে একাকার হয়েছে।ছবিতে সাবরিন।

তরুণ প্রজন্মের ক্রাশ। সুপার ক্লাস।সম্প্রতি মা হয়েছেন।

বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা সদর। বলুনতো কোন জেলা সদর?

এটা কিসের জুস?

এখানে কি কি ভর্তা আছে?

লোকেশন কোথায় হতে পারে?
ইংরেজি "photography" এসেছে গ্রিক φωτός (phōtos) (φῶς (phōs) শব্দ থেকে আগত) বা "আলো" এবং γραφή (graphé) বা "লাইনের দ্বারা প্রকাশ" বা "অঙ্কন" শব্দ থেকে। দুটি শব্দের একত্রে অর্থ দাঁড়ায় "আলো দিয়ে আঁকা"।
যে আল্লাহ নিজেই তার নূর বা আলো দিয়ে পুরা পৃথিবী প্রতিদিন আলোকিত করেন, তিনি আলো দিয়ে আঁকা নিষিদ্ধ করবেন মানা গেলোনা।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




