
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম 'মিথিলা'। দেশের জনপ্রিয় আন্তর্জাতিক মানের ফ্যাশন মডেল। ঈদ এবং পূজায় ফটোশ্যুট এর একটা উৎসব চলে।ফ্যাশন ইন্ডাস্ট্রি বেশ রমরমা থাকে। ছবিটি মিথিলা ইনস্টাগ্রামে আপলোড দিসে দেখে পূজা নিয়ে একটা স্মৃতি ব্লগে শেয়ার করতে ইচ্ছা হলো। একজন এর পোষ্ট পড়ে খারাপ লাগলো। মডেলরা নাকি লেন্স পড়ে চোখ গুলো কুকুরের মতো করে। মডেলদের প্রতি কতোটা হিংসা বিদ্বেষ ঘৃণা থাকলে এমন কটাক্ষ করতে পারেন একজন মানুষ! অথচ সত্যটা হলো মডেলরা পোশাকের সাথে মানানসয় মেকাপ নিয়ে থাকে। ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন ডিরেক্টর এর দিক নির্দেশনা অনুসারে একজন মডেলকে গেট আপ নিতে হয়/সাঁজতে হয়। বিনিময়ে দেয়া হয় মজুরি বা অনারিয়াম। আরেকজন বললেন বিনোদন জগতের সেলিব্রিটি দের যারা তারকা বলে তারা বলদ। তারাকা মানে হলো রিমার্কেবল। কোন নির্দিষ্ট প্ল্যাটফর্মে যখন কেউ নাম করেন তখন তাকে তারকা হিসেবে সম্বোধন করি। শুধু মাত্র ভিন্ন ধর্মের বা ভিন্ন মতাদর্শের হওয়ার কারণে হিংসা বিদ্বেষ পোষণ করা নিন্দনীয় ও নোংরা।
তখন আমি এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র।সে সময়ের ঈদ/পূজার আনন্দটা এখন নেই। ছোটদের কাছে হয়তো আছে। যত বড় হই আমরা যেন আনন্দের পরিমাণ কমে যায়। আমার এক হিন্দু কলেজ বন্ধু ছিল। ওর নাম মুক্তা রয়।পূজা আসলেই ওর কথা আমার মনে পড়ে। কিছু শিল্প আমার আয়ত্বে আছে। তার মধ্যে একটি হইল 'আমি খুব ভালো ঢোল বাজাতে পারি'। কনজার্ভেটিভ ফ্যামিলি না হওয়ায় প্রতিবছর মুক্তাদের পাড়ার পূজা মন্ডপে যাওয়া আমার কখনো মিস হয়না। এখনো যাই। ৭মী ৮মী ৯মী তিন দিন সন্ধ্যার পর আমি যাবই ওদের মন্ডপে। পূজায় ঢোলের তালের সাথে নাছ আমার অসাধারণ লাগে। আমি ঢোল বাজানো শিখেছিলাম মুক্তার কাছ থেকে। একটি মেয়ে এতো অসাধারণ ভাবে ঢোল বাঁজাতে পারে ওকে না দেখলে বিশ্বাস হতোনা। আমার সব বন্ধুরা একটা ক্ষেত্রে সবার থেকে আলাদা। তা হলো হিংসা - বিদ্বেষ - মুক্ত অসাম্প্রদায়িক। পৃথিবীর কোন ধর্ম অন্য ধর্মকে অসম্মান করার শিক্ষা দেয় না। শুধু হিন্দু বা মুসলিম হওয়ার জন্য যারা কাউকে আঘাত করে তারা আসলে জঙ্গি।
এই মুক্তা রয় এর প্রতি প্রেমে পড়ার (যদিও সে আমার পরিবারের সদস্যের মতই, এবং বন্ধুত্ব খুবই পবিত্র) কারণ হলো না বলা পর্যন্ত পৃথিবীর কারও পক্ষে সে হিন্দু না মুসলিম(পড়ুন লবালছা) আইডেন্টিফাই করা অসম্ভব। পূজার সময় ও এতো সুন্দর করে শাড়ি পড়ে উপরে দেয়া মিথিলার মতো দেখায়। এতো ক্লাসি করে সাঁজে যে দেখেই ক্রাশ না খাওয়ার কোন অপশনই নেই। মুক্তার সাথে পূজার সময় ঘুরতে যাওয়া আমি কখনোই মিস করিনি। কাল ওর সাথে দেখা হবে প্রতিবছরের মতো। ওর সাথে চা-বিড়ি খাওয়ার মতো নস্টালজিয়া অনুভূতি আর কিছুই হতে পারেন।
হিন্দু ভাই বোনদের জানাই "শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা "
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




