
সবার জীবনেই এমন কিছু কষ্টের সময়কাল অতিবাহিত হয়, যে সময়কালের কথা কাউকে বলা যায়না। দুনিয়ার যতো দুঃখ কষ্ট একসাথে এসে যেন ঘিরে ধরে।জীবনের প্রতিটি মুহুর্ত হয়ে ওঠে যন্ত্রণাদায়ক।এই যন্ত্রণা গুলোর ভিন্নতা আছে। কারো যন্ত্রণা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার। কারো যন্ত্রণা পরিবারের কারও সাথে বা প্রিয় বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার। কেউ নিজ সন্তান হারিয়ে বা মা বা হারিয়ে কষ্ট পায়। কেউ বা ঠকে যায়। আবার কেউ শতো চেষ্টা করেও সফল হতে না পেরে হতাশায় নিমজ্জিত হয়। প্রতিটি মানুষের জীবনেই একটি কষ্টের মুহুর্ত আসবেই। কারও দারিদ্রতা বা অভাবের কষ্ট, কেউ রোগে ভোগবে, কেউ ঠকে যাবে, কারও আর্থিক ক্ষতি হবে, কারও বা ভালোবাসার মানুষ প্রতারণা করবে।
এই সময় খুব কম মানুষ ধৈর্য্য অবলম্বন করতে পারে। কষ্ট বা সমস্যা কখনো দীর্ঘস্থায়ী হয়না। একটি নির্দিষ্ট পিরিয়ড ভালো সময় আসবেই।সামান্য সমস্যা বা দুঃখে কষ্টে আমরা দিশেহারা হয়ে যাই। আমিও হতাম।
কিন্তু একদিন ইউটুবে একটা ওয়াজ শোনি। ওয়াজে বক্তা বলছেন 'ঠিক যখনই দুঃশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, তখনই মনে মনে ভাববেন, সেই সৃষ্টিকর্তা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, যে সৃষ্টিকর্তা এর আগের বিপদ থেকে আপনাকে উদ্ধার করেছিলেন'। ভেবে দেখলাম কথাটা সত্য। আমাদের জীবনে এমন অনেক বিপদ আসে তখন আমাদের মনে হয় এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোন পথ নেই, অথচ জীবনে আসা প্রাই সকল বিপদ থেকে আমরা কোন না কোন ভাবে বেঁচে যাই।
ঠিক যে সময়টুকু আমরা দুঃসময় ভাবি, সে দুঃসময় টুকু আসলেই আমাদের জন্য ব্লেসিং। সে সময় টুকু আমাদের এতো বেশি মেন্টালি স্ট্রং করে যে, পরবর্তীতে ছোট খাটো বিপদকে বিপদই মনে হয়না।
লোভে পড়ে যে আপনার নির্ভেজাল ভালোবাসাকে অপমান করেছে, প্রকৃত ভালোবাসা তার কপালে কোনদিন জুটবেনা। তাকে হয়তো প্রাচুর্য ঘিরে ধরবে কিন্তু বিবেক তাকে এতো ভয়ংকরভাবে দংশন করবে যে সে কখনো ইনার পিস অনুভব করবেনা।যার ইনার পিস নেই, সে কোন দিনও সুখী নয়। যে আপনাকে ঠকিয়েছে সে ঠকবেই। যে আপনাকে কষ্ট দিয়েছে সে আরও বেশি কষ্ট পাবেই। এটা প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি আমাদের দুঃখে কষ্টে ফেলে ভবিষ্যতের জন্য যতটুকু স্ট্রং হওয়া দরকার ততোটুকু স্ট্রং করার জন্য।
শিরোনাম জেমসের 'মন আমার পাথরের দেয়াল সে এক ' গানের লিরিক্স। অসাধারণ গানটি শুনুন।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




