
পূজা চেরির মা ঝর্ণা রায়।তার ভাষ্য, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষজন যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’
একটা মা কতো অসহায় অনুভব করলে এমন মিনতি করে। আমাদের দেশের অধিকাংশ মানুষ মৌলবাদী মানসিকতার। একটা মেয়ে বয়স খুব কম। মিডিয়া পাড়ায় গুঞ্জন অনেক কমন একটা বিষয়। কিন্তু একজন নবাগতের নামে স্ক্যাণদাল ছড়ালে তাকে বেশ বেগ পোহাতে হয়। একটা উদাহরণ দেই, নায়িকারা যতক্ষণ সিঙ্গেল থাকে ততক্ষণ তাদের অনেক কদর থাকে। সর্বোপরি কাজ বেশি থাকে। কিন্তু যখনই গুজব ওঠে এই নায়িকা হেন করছে তেন করছে এরে বিয়ে করছে ওর সাথে শোইছে তখন ঢালি-উডে বা বাংলা নাটকে এমন কি মডেলিং এও তার ক্যারিয়ারের ১২ টা বাজে। কাজের জন্য তেমন ডাক পড়েনা।তাই সে গতকাল বলছে- আমাকে নিয়ে আজগুবি গুজব ছড়ালে আইনের দ্বারস্থ হবো। আমি একটি বিখ্যাত ফ্যাশন ব্রান্ডের ফটোশ্যুটের জন্য ওয়ার্ক ওয়ার্ডার পেয়েছিলাম। মডেল ছিল তাহসান আর বিদ্যা সিনহা মিম। ইভালি ইস্যুতে তাহসান এর নামে কিছু গুজব ওঠলে উক্ত ব্রান্ড তাহসান কে বাদ দিতে অনুরোধ করেছিল। এমন কি পরে স্যুটটা বাতিল হয়েছিল। তাই অহেতুক কারো ইমেজের ক্ষতি করা ঠিক?ওখানে তো রিজিক। মিডিয়া থেকে সে রোজগার করে।
পূজা বলদ সাকিব খান কে বিয়ে করছে কিনা আমি নিশ্চিত নই, তবে পূজা অনেক বেশি ক্যারিয়ার কনসার্ন। তাই এসব গুজবে সে ভয় পাচ্ছে। পূজার মা বলেছেন- ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনও সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কি মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কি অবস্থা- কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি- আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’
সবশেষে পূজার মা বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। ওকে এখন একা রাখতেও আমাদের ভয় লাগে। কখন কি করে বসে! দয়া করে আমার মেয়েটাকে নিয়ে এসব বাজে কথা লিখবেন না। মা হয়ে আমি সবাইকে অনুরোধ করছি।’
কে শোনে কার কথা। কতগুলো মিডিয়া / অনলাইন পোর্টাল প্রতিদিন আজগুবি ভিত্তিহীন অনুমান নির্ভর নিউজ করছে আর সেখানে কমেন্ট করে পৈশাচিক উল্লাস করছে এদেশের বলদ মৌলবাদীরা। একজন মা আর্তনাদ করছে - "দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন।" সেখানে ছাগল কিছু বাঙালীর মন্তব্য দেখে ঘৃণায়, লজ্জায় গা গোলিয়ে গেলোঃ
১) ছোট হলে এতো বড় **** কিভাবে **** ?
২) আমাদের সাকিব ভাই আরো ছোট আপনার মেয়ের কিছু হবেনা।
৩) মেয়ে চায় আমেরিকা নিবাসী ছাকিব এর বিএস আর এম --- এখানে আমাদের কি করার ?
অন্য মন্তব্য গুলো লেখার রুচি পেলাম না। আমি বার বার বলছি মেয়েটির ট্যালেন্ট আছে। ৩ বছর আগে টিভিতে প্রতিবন্ধীদের নিয়ে নিচের বিজ্ঞাপনটি সবাই দেখেছেন। দেখুন অল্প বয়সে প্রতিবন্ধী চরিত্রে সে কতো নিখুন অভিনয় করেছে। সে বাংলা ছবির বস্তা পোঁচা নায়িকাদের মতো নয়। আমরা তার ব্যক্তিগত জীবন নিইয়ে খোঁচাখোঁচি না করি।
ওর অভিনয় এবং নাছ দুইটাই সুন্দর। সে দেখতেও নেচারালি বিউটি। হুদাই ওর ক্যারিয়ার হ্যাম্পার করে কি লাভ?
নিচের নাচ টি দেখেনঃ
নিউজ সোর্সঃ আমার মেয়েটা ছোট, ওকে বাঁচতে দিন: পূজা চেরির মা
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




