
নুসরাত ফারিয়া মাজহার।বর্তমান সেলিব্রিটি দের মধ্যে আসলে জয়া আপুর চেয়েও নুসরাত আমার বেশি ফেভারিট। না চট্টগ্রাম এর মেয়ে বলে নয়। ওর মধ্যে কিছু অসামনেস আছে। একটি হলো সে খুবই মানবিক। ব্যাবহার এতো ভালো যে একবার তার সাথে বসে চা খেলে আপনি ওর ফ্যান হয়ে যাবেন। উপরের ছবিতে দেখুন সম্প্রতি তার মুক্তি পাওয়া 'অপারেশন সুন্দরবন' মুভির প্রচারণা চালাতে গেলে সে একটি বাংলা হোটেলে, পূজা উপলক্ষে বাঙালি নারীরা যেভাবে সাঁজে সেভাবে সেঁজে ভাত খাচ্ছে এবং সাথে উক্ত বাংলা হোটেলকে ফ্রীতে প্রমোট করছে। এবার নিচের ছবিটি দেখুন। বাংলাদেশের বিখ্যাত জুয়েলারি ব্রান্ড নিউ জরোয়া হাউজ পূজা উপলক্ষে নুসরাত ফারিয়াকে তাদের ব্রান্ড এম্বাসাডর বানিয়েছে। আর এই জন্য গোনতে হয়ে মিলিয়ন এর বেশি টাকা।একজন এক্সপেন্সিভ ব্রান্ড এম্বাসাডর যখন ফ্রীতে কোন সামর্থ্যহীন বাংলা হোটেল ব্যবসায়ীর ব্রান্ডিং করে তখন বুঝে নিতে হবে মানসিকতা সুন্দর না হলে এটা সম্ভব নয়।

বিশাল এক মাল্টিন্যাশনাল কোম্পানি। সুসজ্জিত আধুনিক ইন্টেরিয়র ডেকোরেশন করা শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম। একটি ওয়ার্ক ওয়ার্ডার প্রসেস করতে অফিসের বিজনসের ডেভেলপমেন্ট অফিসার 'লাবন্য, মার্কেটিং এক্সিকিউটিভ আতিক উপস্থিত সেখানে '। ওয়েটিং রুমে বসে আছে। লাবন্য প্রেজ্রন্টেশান মাস্টার। তার সৌন্দর্য এবং স্মার্টনেস প্রশংসা পাওয়ার মতো। প্রেজেন্টেশন এর সময় মেন্টালি এবং ফিজিক্যালি কমপ্লিট ফিট থাকে।সে তার লেপটপ নিয়ে প্রেজেন্টেশন এর উপর চোখ বুলাচ্ছে। বলা যায় শেষ বারের মতো নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। আসিফ ব্যাগ থেকে বের করে বডি স্প্রে লাগালো। ওয়াশরুমে গিয়ে চুল আঁচড়ালো।টাই ঠিক করলো। লাবন্য হাতে আরেকবার পারফিউম দিল।মেক আপ চেক করতে একটা সেলফি নিল। ঠোঁটে আরেকটু লিপস্টিক লাগালো
বিরাট বড় কোম্পানির বড় বাবুর নিকট প্রেজেন্টেশন দিবে। আমজাদ তাদের বস। দূর অন্য সোফায় বসে এই দুই ইয়াং ট্যালেন্ট এর ডেডিকেশন এবং প্রফেশালিজম দেখে তাদের উপর খুবই সন্তুষ্ট। এসব অফিসে সুন্দরী মেয়ে নিয়ে মিটিংয়ে গেলে একটু বিড়ম্বনার পাশাপাশি কিছু এক্সট্রা প্রিভিলেজপ্রাপ্ত হওয়া যায়। যেমনঃ অফিসের পিওন থেকে শুরু করে বড় বাবু পর্যন্ত কদর করে। অথচ এখানে যদি শুধু আসিফ আর অন্য একটা ছেলে থাকতো বড়বাবু হয়তো টাইমও দিতেন না।
২০ মিনিট পর বড় বাবু এলেন। ৩ জন দাঁড়িয়ে গ্রিটিং দিল। লাবন্য এবং আসিফ নিজ থেকে হ্যালো স্যার বলে হ্যান্ড সেক করলো।এতোটুকু নরমাল। প্রেজেন্টেশন শুরু হলো।পূর্বের কটা ক্লাসি কাজ দেখানো হলো।লাবন্যদের কোম্পানিকে ওয়ার্ক ওয়ার্ডার দিলে তাঁর কোম্পানি কিভাবে বেনিফিটেড হবে বুঝানো হলো।বলা হলো নুসরাত ফারিতা মাজহারকে ব্রান্ড এম্বাসাডর করতে হলে ২ মিলিয়ন টাকা গুনতে হবে সেখানে ম্যাগাজিনের কাভার কিনলে মাত্র ২ লক্ষ টাকায় নুসরাত তাদের কোম্পানির ৫ টা ডিজাইনের ড্রেস পড়ে শ্যুট করবে।
অন্য কোম্পানি হলে সুযোগটা লুফে নিতো, কিন্তু এই কোম্পানির টাকার অভাব নেই। তাই তারা এই প্রিভিলেজকে তেমন একটা গুরুত্ব দিলনা। তারা বললো '২০ লাখ গেলেও আমরা নুসরাত কে ব্রান্ড এম্বাসাডর করতে চাই। আমাদের রিলেশনশিপ ম্যানেজার যাবতীয় কথা বলে নিবেন ' বলে মিটিং শেষ করলো।
২ দিন পর রিলেশনশিপ ম্যানেজার আফিসে আসলো। এসেই লাবন্যকে তালাস করলো। লাবন্য সে সময় অন্য মিটিং কনফারেন্স রুমে।লাবন্য বের হয়ে হাই বলে সময় চাইল। এতো বড় অফিসার ওর জন্য পাক্কা ৩০ মিনিট অপেক্ষা করলেন।সবাই ধরেই নিয়েছিল ওয়ার্ক ওয়ার্ডার নিশ্চিত। কিন্তু উক্ত ম্যানেজার একটা অনৈতিক প্রিভিলেজ চাইলেন। যেটা লাবন্যর কোম্পানির ইথিক্স এর সাথে যায়না।লাবন্যের আইডোলোজির সাথেও যায়না। সরাসরি না করে দিতা হলো।
কিংবদন্তি আয়ূব বাচ্চুর একড়া গান আছে। অনেকে শোনেছেন হয়তো।নিচে গানটির ইউটুব ভিডিও দিলাম দেখবেন। প্রিয় পাঠক বলুন তো সুপার ক্লাস লাবন্য যদি তার প্রস্তাবে সেদিন সাড়া দিত তবে তাকে নষ্টা বলা হতো অথচ এখানে নষ্টা হলো বড় বাবু। এসব বড়বাবু লাল নীল নানান রঙের গাড়িতে করে কতো শতো লাবন্যদের নিয়ে যায় আর দেহের বিনিময়ে খাদ্য দেয়। অথচ সমাজ সভ্যতা এড়িয়ে চলে লাবন্যদের, আইনের শেকল পেছনে ছুটে লাবন্যদের।
ব্লগে একজন ব্লগার পরিমণিকে নষ্টা বলে অনেক মন্তব্য করেছেন, অনেকের সাথে বাকবিতন্ডায় জড়িয়েছেন। অথচ যে সব নাসিররা ওকে নষ্টা বানিয়েছে তাদের কিছুই বলেন না। ক্ষুধার যাতনাতে লোভাতুর পুরুষের ফাঁদে পড়া লাবন্য্রা বুঝেনা কেন তাদের নষ্টা বলা হয়। তাদের ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকেনা নষ্টা কে? যারা পরীমণিদের টাকার বিনিময়ে দুবাই নিয়ে যায় ওরা নাকি পরিমণি। যদি পরিমণিরা নষ্টা হয় তবে যারা ওদের নিয়ে যায় তারা কী?.
"নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




