
২ দিন আগে একটা পোস্ট দিসিলাম।ব্লগার শেরজা তপনের একটি মন্তব্যের প্রতিউত্তর দিতে নিজের হাতে গড়া একজন ইয়াং ট্যালেন্ট এর অভিনয় করা ভিডিও দেখলাম নতুন করে। ছবিটি দেখুন। একটি মেয়ে গ্রামে গিয়ে সাইকেল চালাচ্ছে। সেখানে ছবি তুলে সামাজিক যোগাযোগ এর মধ্যমে শেয়ার করার পর মৌলবাদী মানসিকতার লোকেরা নোংরা গালি আর কটাক্ষে জর্জরিত করে। অথচ একটা সাধারণ ছবি। একটি মেয়ে সাইকেল চালানোর অপরাধে এই দেশে স্বাধীনতা বিরোধীদের বিদ্বেষমূলক আচরণের শিকার হবে কেন? এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? স্বাধীন দেশে শুধু বোরখা না পরার অপরাধে কিভাবে মেয়েদের গালি দেয়? এটা কি পাকিস্তান?
কিংবদন্তী গায়ক সৈয়দ আব্দুল হাদীর 'বাংলাদেশের ছবি এঁকে দিও' গানটির সাথে এতো অল্প বয়সে বাংলার অপরূপ প্রকৃতির সাথে মিলে মিশে একাকার হয়ে যাওয়া ছোট্ট সাবরিন একজন সিটি ব্যাংক, বিকাশের মতো ব্রান্ডের তারকা মডেল। আমি আমার দেশটাকে প্রচন্ড ভালোবাসি বলে রাজাকার স্বাধীনতা বিরোধীরা আমাকে দেখতে পারেনা। স্বাধীনতা বিরোধী সব নারী পুরুষের মানসিকতা একই। এদের চেয়ে বেশি ঘৃণা আমি কাউকে করিনা। আমি জানি হয়তো ওরা ক্ষমতায় গেলে আনাকে চাপাতি দিয়ে কুপাবে।অনলাইবে অফলাইনে যেখানেই পাবে আক্রমণ করবে। এরা আমাকে হিংসা করে, ঘৃণা করে এই কারণে নয় যে আমি তাদের কোন ক্ষতি করছি। ঘৃণা হিংসার প্রধান কারণ আমি আমার প্রিয় দেশটাকে নিজের জীবনের চেয়েও বেশী ভালোবাসি। ওরা ক্ষমতায় গেলে আমাকে নিশ্চিত কুপাবে জেনেই আমি নিজের নামে এসব ধর্মান্ধ মৌলবাদী রাজাকারদের বিরুদ্ধে লিখে যাই।দেশের শত্রুদের সাথে লড়াই করার কারণে মৃত্যু হওয়ার মতো সম্মানজনক মৃত্যু আর কোন মৃত্যু হতে পারে না।
নিচের ছবিট দেখুন। এটা কি কোন অশ্লীল বা আপত্তিকর ছবি? এটা কারো কোন ক্ষতি করছে? প্রকৃতির মাধুর্য ছড়ানো একজন বাঙালী মেয়ে ছাদে গিয়ে গায়ে গোধুলী লগ্নের আগে শেষ বিকেলের মিষ্টি রোদ গায়ে মুখে মাখাচ্ছে।
- একজনক অত্যন্ত ক্লাসি ও জেন্টেল ম্যান ও সুন্দর মবের অধিকারী কেউ ছবিটি দেখে সৌন্দর্যের প্রশংসা করবে। অপরূপ বাংলার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার দৃশ্য কল্পনা করবে। কেউ কেউ মেয়েটির প্রেমে পড়বে। কেউ ছবিটি দেখে সেভাবে ছবি তুলবে। কেউ নস্টালজিক হবে। আর ছবিটি কারো কোন ক্ষতি করছেনা তারপরও নোংরারা মেয়েটিকে হিংসা করবে।কেন দেখতে তার মতো নয় তাই কমেন্টে গালি দিবে।রিপোর্ট করে ছবিটি সরিয়ে দিবে।পর্দা না করার অপরাধে গালি দিবে। ডাইরেক্ট ইহুদী মালোয়ানের বাচ্চা বলে কটাক্ষ করবে।
দুর্ভাগ্য আমাদের এই দেশে নোংরাদের সংখ্যা বেশী।

সেদিন ব্লগার শেরজা তপন ভাইকে শেয়ার করা নীচের মিউজিক ভিডিওটি দেখুন।
একজন দেশপ্রেমিক ভিডিও দেখে দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হবে। কিন্তু কি হতে পারে রাজাকার জামাত শিবির ধর্মান্ধ কাঠমোল্লাদের মন্তব্য এই ভিডিওতেঃ
১) ৫০ বছর আগের স্বাধীনতা নিয়ে এতো বাড়াবাড়ির কি আছে?
২) মুক্তি যুদ্ধের সময় ৩০ লক্ষ শহীদ হয়নি। সব মিথ্যাচার।
৩) kanke mage higab koy.
৪) দুজুকের আগুন দেখা যায়।
৫) নামাজ কায়েম করুন।
৬) স্বাধীন হলে এরকম নাচানাচি করতে হয় নাকি?
৭) পাকিস্তান আমাদের মুসলিম জাত ভাই। তাগো ফতাকা নিয়ে স্টেডিয়াম যাওয়া যাবে।
৮) চিত্রকর্ম ছবি আঁকা হারাম।
৯) মুশরিক ইহুদি নসারা।
১০) ক্রিকেট খেলার সাথে স্বাধীনতা যুদ্ধের কোন সম্পর্ক নেই।
রাজাকার দের পোস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছি - বাংলাদেশকে পাকিস্তান বানানোর কথা চিন্তা করলে পিঠের চামড়া থাকবেনা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




