
এক শ্রেণীর মৌলবাদী হুজুর ও কাঠমোল্লা প্রচার করছে আজ ইসরাফিল সাহেব সিঙ্গায় ফুক দিয়ে এক বিকট আওয়াজ তুলবেন। এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটু আগে ছোট বোন মাটি স্ট্যাটাস দিসে এলাকার ট্রান্সফরমার ভাস্ট হয়ে একটা বড় শব্দ হল এটাই কি তাহলে সে আওয়াজ!
চিন্তা করুন কাঠমোল্লারা কি বিশ্রী ভাবে ইসলামকে কলংকিত ও হাস্যকর করছে। ইফতারের পর একটা কেক কেটে কারও জন্মদিন সেলিব্রেট করা একটা সাধারণ বিষয় অথচ মোল্লারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিয়েছে জন্মদিন সেলিব্রেট করা হারাম।
আমাদের মুড অফ হলে, মন খারাপ হলে আমরা গান শোনি। গান শোনার পর আমাদের হৃদয়ে একপ্রকার প্রশান্তি অনুভব করি। অথচ মোল্লারা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিছে গান শোনলে লোহার শিক গরম করে এক কান দিয়ে ঢুকিয়ে আল্লাহ নাকি অন্য কান দিয়ে বের করবেন কেয়ামত এর মাটে।
আমরা একা চলতে পারিনা। আমাদের একজন গার্লফ্রেন্ড /বয়ফ্রেন্ড দরকার হয় সময় কাটানোর জন্য, শেয়ার করার জন্য, স্পেশাল কেয়ার জন্য। এরা সাধারণ মানুষকে ভয় লাগায় প্রেম হারাম।অথচ নিজেরাই প্রেম করে। মামুনুল হক হোটেলে মেয়ে নিয়ে যায়। ইসলামি আন্দোলন করে আবার প্রেমের কবিতা গল্প উপন্যাস লিখে।
কিছু মৌলবাদী কিন্তু বাস্টার্ড শুধু মাত্র অভিনয় ও মডেলিং করার অপরাধে দেশের অভিনেত্রী,মডেল ও শিল্পীদের গালাগালি করে। এক ভন্ড মৌলবাদী হুজুর সামু ব্লগের মত একটি সভ্য ও মেধাবীদের প্ল্যাটফর্মে গতকাল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম বিকৃত করে নোংরামি করেছে। অথচ এরা বোরখা পড়ে / দাড়ি রেখে টুপি পড়ে নিজেরাই কত নোংরামি করেছে তার হিসাব নেই।
এই ছাগল গুলো নিজেরা যা করে সব হালাল ও ঠিক। অথচ অন্য কেউ জন্মদিন পালন করলে, গান শোনলে, মুভি দেখলে হারাম ফতোয়া দেয়।
ইউটুব হুজুর বিজ্ঞানী দের ওয়াজ শোনে হুজুর বিজ্ঞানী দের বক্তব্য শুনলে হাসব নাকি কাঁদব বুঝতে পারিনা।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



