তুই ছেলে,
তুই বৃষ্টিতে ভিজে ফুটবল খেলবি।
প্রেমিকার ঠোঁটে চুমু খাবি।
পাড়ার গলিতে ক্রিকেট খেলবি।
টঙ এ আড্ডা দিতে দিতে চা বিড়ি খাবি।
তুই কুটনি মাইয়াগোর মতো,
এর সাথে ওর, হের সাথে তার ঝামেলা লাগাবি কেন?
তুই মেয়ে,
তুই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করবি।
ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে
নেচে গেয়ে বৃষ্টি বিলাস করবি।
প্রেমিককে জড়িয়ে ধরবি।
রিক্সার হুডি নামিয়ে প্রেমিকের সাথে বৃষ্টিতে ভিজবি।
চুল খোলা রেখে শাড়ি পড়বি।
বাসার সবাইকে মাতিয়ে রাখবি।
তুই অন্য মেয়ের সফলতা দেখে হিংসা করবি কেন?
তুই বাংলাদেশী।
তুই স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা গালে লাগাবি।
বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাবি।
দেশ ও দেশের মানুষের পক্ষে কথা বলবি।
অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাবি।
নিশ্চিত মৃত্যু জেনেও ৭১ এর বীর সেনানীদের মতো
দেশের জন্য লড়াই করবি।
তুই পাকিস্তানের দালাল হবি কেন?
তুই ইমাম।
তুই সমাজের নেতা।
তুই ওয়াজে হক কথা বলবি।
মানুষকে আলোর পথ দেখাবি।
তুই মন গড়া ভুলভাল ওয়াজ করবি কেন?
তুই বিজ্ঞানী ভেক ধরবি কেন?
তুই দলাদলি করবি কেন?
ওয়াজের নামে গীবত করে,
হিংসা বিদ্বেষ ছড়িয়ে কাঠমোল্লা হবি কেন?