দেশের মানুষ কে যদি দুই ভাগে ভাগ করা করা হয় তবে তবে অর্ধেক আওয়ামী লীগ, মুক্তমনা, জাসদ, বাসদ, নাস্তিক, মডারেট মুসলিম বাকি অর্ধেক বিনপি ও মৌলবাদি জামাত, হেফাজত, ভণ্ড পীর, জঙ্গি ইত্যাদি।
যারা পিওর আওয়ামিলীগ তারা দলকে ভালোবাসে। কিন্তু কিছু সাধারণ আওয়ামীলীগ আছে যাদের মৌলবাদী জংগী জামাত খুতবা ওয়াজ মাহফিল ইত্যাদিতে ব্রেন ওয়াশ করে। ঠিক যেমন ১০ বছর আগে জামাত সমর্থিত সাংবাদিক মাহমুদুর রহমান সাধারণ মানুষের মনে ও ব্রেনে ঢুকিয়ে দিয়েছিল, ' ব্লগার মানে নাস্তিক'।
তবে এখন শুধু ধর্মীয় কারণ নয়, অন্য অনেক কারণে মানুষ আওয়ামী লীগ কে অপছন্দ করছে,শুধু অপছন্দ না, সরকারের উপর রীতিমতো বিরক্ত। বিম্পি জামাতের ধর্মব্যাবসা ও ধর্মকে পুঁজি করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার পায়তারা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। ওয়াজের নামে ভুলভাল কোরানের আয়াতের মনগড়া তাফিসির এখন মোটামুটি শিক্ষিত মানুষকেও প্রভাবিত করেনা। এরপরও সাধারণ মানুষ বিম্পি জামাতের দিকে ঝুকছে একমাত্র সরকারের প্রতি তিক্ততা থেকে।
প্রতিমাসে বিদ্যুৎ বিল নেয়া হয়েছে সবার কাছে। কয়লা আমদানি করার টাকা গেলো কই? ডলার নাই? একটি রাষ্ট্র যদি "বিদ্যুৎ" উৎপাদন করার জন্য কয়লা আমদানি করার "ডলার" টুকুও যদি না থাকে, তবে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে সাধারণ মানুষ অবশ্যই তাদের দিকে আংগুল তুলবে।
এখনো সময় আছে, সরকারের উচিত আগামী নির্বাচনে কোন চোর ডাকা লুটেরা পাচারকারী কে নমিনেশন না দেয়া। নাহল্র খুব শিগ্রই দল অস্তিত্ব সংকটে পড়বে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৩ রাত ৯:৪৯