এফ বি ওয়াছে যারা সময় কাটান তারা জানেন সেখানে কিছু চমৎকার মুভির খণ্ডাংশ ও ভিডিও দেখা যায়। আমরা যখন কোন হলিউড ও ভলিউড মুভি সিন দেখি তখন মুগ্ধ হই। স্ক্রল করতে করতে বাংলা সিনেমার কিছু ভিডিও আসে যেগুলো দেখে যে কারও বমির উপক্রম হবে। পাশ্ববর্তী দেশ ভারতীয় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় নাচ আর গান যখন আমাদেরকে অসম্ভব ভালো লাগা ফীল করায়, তখন এদেশীয় শিল্পীদের সিনেমা গান কিংবা অভিনয় আমাদের রীতিমতো হতাশায় ভোগায়।
তবে আশার কথা হলো দিন বদলাচ্ছে। চমৎকার সব মুভি আমাদের হলে ফিরিয়ে নিয়ে গেছে বিগত ২/৩ বছর ধরে। একসময় হুমায়ুন আহমেদ এর কোন ফিল্ম যখন মুক্তি পেতো তখন আমরা সিনেমা হলে ভিড় কররাম। মোস্তফা সরওয়ার ফারুকীর বানানো টেলিফিল্ম গুলো ছিল একমাত্র ভরসা। আজ বহুবছর পরে যেন আমরা দারুণ সব সিনেমা দেখছি। আয়না বাজি, টেলিভিশন, হাওয়া, পরাণ, মহানগর সহ ১ ডজন সিনেমা এবং ওয়েব ফিল্ম আমাদের অসুস্থ ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে একটি চমৎকার সিনেমা আসছে। রাইফান রাফি পরিচালিত ছবিটির নাম "সুরঙ্গ "।
আমাদের ইন্ডাস্ট্রিতে আন্তর্জাতিক মানের শিল্পী খুবই কম আছেন। বিশেষ করে হলিউড বলিউড এর নায়ক নায়িকাদের মতো নাচে আমাদের শিল্পীরা বরাবরই পিছিয়ে। তবে এবার আমরা একজন অসাধারণ নাচের শিল্পী পাচ্ছি। সে আর কেউ নয়, তার নাম 'নুসরাত ফারিয়া '
সুরঙ্গ ছবিতে একটি আইটেম গান রয়েছে। গানটির নাম " কলিজা আর জান"। গানটির সাথে অসাধারণ নাচ করেছে ওয়ার্ল্ড ক্লাস নুসরাত। গত সোমবার ইউটুবে মুক্তি পাওয়া গানটির ভিউ মাত্র ৪ দিনে মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটির মন্তব্যে প্রশাংসার জোয়ারে ভাসছে নুসরাত।
অসাধারণ এই আইটেম গানে আছে জমকালো আয়োজন। সেট সাজানো ও লাইটের বাহার দেখে মনে হবে যেন বলিউড এর কোন সিনেমার দৃশ্য। গানটির শ্যুটিং এ ব্যাবহৃত হয়ে ৪০০ এর বেশী নৃত্যশিল্পী।
অনেকে নুসরাতকে তুলনা করছে হলিউড স্ট্যান্ডার্ড ও আন্তর্জাতিক স্বিকৃতি প্রাপ্ত সাউথ ইন্ডিয়ান নায়িকা 'সামান্তার' সাথে। সামান্তা অভিনীত সাউথ ইন্ডিয়ান সিনেমা " পুষ্পা " যারা দেখেছেন তারা সে মুভির "আন্তাভা " গানের হুবুহু মিল খুঁজে পাবেন নুসরাত এর পারফর্ম করা " কলিজা আর জান গানের সাথে নাচটির "। যদিও পুষ্পার আন্তভা নাচটিকে হালকা কপি করা হয়েছে (নুসতার কপি করার জন্য রাজী ছিলনা) তারপরো আমি সন্তুষ্ট কারণ আমাদের দেশে বলিউড ও হলিউডের নায়িকাদের মতো হুবুহু নাচতে পারে এরকম একজন নায়িকা আছেন।
নুসরাত আমার খুবই স্নেহের, চট্টগ্রামের কিংবা একই সাথে কাজ করি বলে বলছি না, একজন সাধারণ দর্শক হিসেবে বলছি "নুসরাত " অসাধারণ নাচে। সামান্তা আন্তর্জাতিক খ্যাতি পাওয়া একজন নায়িকা ও নাচের শিল্পী। হুবুহু তার মতো পারফর্ম করা সত্যি সম্মানের। মডার্ন হওয়ার ও সিনেমার নায়িকা হওয়ার অপরাধে ছাগু ও কাঠমোল্লারা গালি দিলেও দেশের শিক্ষিত ভদ্র মার্জিত সাধারণ বিনোদন প্রিয় মানুষ এর মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে নুসরাত এই নাচ দিয়ে।
প্রথমে পুষ্পা মুভিতে সামান্তার পারফর্ম করা "আন্তাভা গানের সাথে নাচটি" দেখুন:
এইবার নুসরাত এর পারফর্ম করা "কলিজা আর জান গানের সাথে নাচটি " দেখুন:। নুসরাত এর অসাধারণ মুভ, আরেফিন নিশোর ফ্যান্টাস্টিক অভিনয় ও এক্সপ্রেশন ও সঙ্গীত শিল্পী কণার পাগল করা কণ্ঠ আপনাকে নস্টালজিক করবে।
আশা করছি আমাদের নির্মাতারা একদিন অসকার জয় করবে।
আমি মোবাইল থেকে ডেক্সটপ ভার্সন ইউজ করতে পারছিনা।এখন অন্য ফোন থেকে লিখছি। তাই টাইপো ও স্পেল মিসটেক আছে।
পোস্টে ব্যবহৃত ছবিটি পত্রিকা থেকে। কলিজা আর জান গানের একটি দৃশ্যে - নুসরাত ফারিয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪৫