আজ ফেসবুকের হোম পেজ স্ক্রল করতে করতে ব্লগের সম্মানিত মডারেটর জাদিদ ভাইয়ার একটা পোস্ট চোখে পড়ল। দীর্ঘ পোস্ট। তবে পোস্টের মূল বক্তব্য ছিল - "একটা সাধারন মধ্যবিত্ত পরিবারের কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েদের হাতে যখন আমি iPhone 14 Pro Max দেখি, তখন ব্যথিত হই এই প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে। আপনি হয়ত আপনার সন্তানকে ভালোবেসে, আপনার স্বাভাবিক সামর্থ্যকে আমলে না নিয়ে এই সকল দামী জিনিস কিনে দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনার এই বাস্তবতা বিমুখী আদর, স্নেহ, ভালোবাসা আপনার সন্তানদেরকে বিপথে যেতে উৎসাহী করছে। আপনার এই অনৈতিক স্নেহ বা ভালোবাসা আপনার সন্তানকে বুঝতে দিবে না - আয়ের সাথে ব্যায়ের স্বাভাবিক সমীকরন কি হতে পারে। আপনার সন্তান সামর্থ্যের বাইরে যখন কিছু কিছু পাওয়ার প্রত্যাশায় অভ্যস্ত হয়ে যাবে, তখন সেই বাড়তি প্রত্যশা মেটাতে গিয়ে যখন তার স্বাভাবিক আয় মুখ থুবড়ে পড়বে, তখন সে ধাবিত হবে দুর্নীতির দিকে।"
নি:সন্দেহে চমৎকার একটি পোস্ট। ভাবছিলাম একটি মন্তব্য করি। পরে চিন্তা করলাম আলোচ্য বিষয়ে একটা পোস্ট লেখা যায়। তরুন প্রজন্ম যদি ২০ থেকে ৩৫ বছর বয়সের ছেলে মেয়েদের ধরা হয় তবে কয়েক বছর আগেই আমি সে বয়স পার করে আসছি। একটি অত্যন্ত ভয়াবহ সংস্কৃতি আমাদের তরুণ প্রজন্মকে গ্রাস করছে। দেখুন একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের পক্ষে আই ফোন ইফোর্ট করা অসম্ভব। আমি মধ্যবিত্ত পরিবারের খুব কম ছেলের হাতে আই ফোন দেখেছি। তবে অনেক মেয়েদের হাতে আইফোন আছে। ওরা যখন কলেজে ভর্তি হচ্ছে তখন বড়লোক বান্ধবির হাতে আই ফোন দেখে তাদেররও ইউজ করতে ইচ্ছা করছে। এবং তারা সেটা ব্যবহারও করছে।জেনে অবাক হবেন এইসব আইফোন গিফট করছে তাদের বড়লোক বয়ফ্রেন্ড অথবা সুগার ড্যাডিরা।মেয়েরা এখন বয়ফ্রেন্ড নির্ধারণ করে ফিনানশিয়াল ক্যাপ্সবিলিটির উপর বেইস করে। প্রতিদিন দামী রেস্তোরাঁয় চেকইন দেয়ার ক্যাপাবিলিটি না থাকলে সুন্দরী গার্ল ফ্রেন্ড কপালে জুটবেনা। যদি জুটেও বেটার অপশান পেলেই ব্রেক আপ। তাছাড়া আই ফোন -১৪ গিফট করার ক্যাপাসিটি থাকতে হবে, আয়োজন করে জন্মদিন সেলিব্রেট করার সামর্থ্য থাকতে হবে। আর কতো সামর্থ্য থাকতে হবে বলে শেষ করা যাবে না।
৫ বছর আগেও ছেলে মেয়েরা পছন্দ করে প্রেম/বিয়ে করতো। এখন প্রেম বলে কিছু নাই। জাস্ট 'গোল্ড ডিগার' হান্ট এর একটা বিশ্রী প্রতিযোগিতা। গোল্ড ডিগার শব্দের সাথে অবশ্য এত ভেঙে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। নেটে সার্স দিলেই দেখবেন - "গোল্ড ডিগার’ মানে এমন কেউ, যার একটি সম্পর্ক কেবল অর্থের ভিত্তিতে চলমান। আরেকটু সহজ করে বললে, একটি প্রণয়ের সম্পর্কে থেকে সঙ্গীর কাছ থেকে কেবল টাকা-পয়সা পাওয়ার জন্য সম্পর্কটা সচল রাখা।"
কিছু কিছু মধ্যবিত্ত পরিবার হয়তো ছেলে মেয়েদের ভালোবেসে আই ফোন ১৪ কিনে দিচ্ছে, কিন্তু অধিকাংশকে আই ফোন - ১৪ প্রো-ম্যাক্স প্রোভাইড করছে তাদের সুগার ড্যাডি অথবা বড়লোক বয় ফ্রেন্ড।