তাকওয়া (আল্লাহর প্রতি ভরসা) যত মজবুত হবে ডিপ্রেশন ও ওভারথিংকিং এর যন্ত্রণা ততই কমতে থাকবে। দু:শ্চিন্তাগ্রস্ত হলে, ডিপ্রেশনে ভুগলে কোন ডাক্তার /মেডিসিনের পক্ষে এগুলো থেকে মুক্ত করা সম্ভব নয়। একমাত্র এবং কেবল মাত্র আল্লাহই আপনার সমস্যা গুলো এমেজিং ওয়েতে সমাধান করে দিবেন। যা করতে হবে তা হলো ধৈর্য্য ধরতে হবে, নামাজ পড়তে হবে, পরিশ্রম করতে হবে, এবং সময়কে কাজে লাগাতে হবে অর্থাৎ সময়ের কাজ সময়ে করতে হবে। দিনের কাজ রাতের জন্য রেখে দিলেই আপনি শেষ।
স্বার্থপর পৃথিবী। আপনার খারাপ সময়ে বা বিপদের সময় আপনার বউ/জামাই, ভাই/বোন, এমনকি মা/বাবা পর্যন্ত আপনাকে বোঝা মনে করবে। বউ /ফ্রেন্ড/গার্লফ্রেন্ডতো ৩/৪ দিন যাওয়ার পর ৫ম দিন আপনাকে ছেড়ে বেটার অপশান খুঁজবে। মনে রাখবেন দেশের ১% মানুষ মাত্র রিয়েল ভালোবাসে মায়া করে। বিপদেও পাশে দাঁড়ায়। অন্যরা আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থান এর উপর ভিত্তি করে আপনাকে মূল্যায়ন করবে।অর্থনৈতিক সামর্থ্য অথবা ফ্যামিলি স্ট্যাটাস অথবা রূপ যৌবন এই ৩ টির একটিও যদি না থাকে আপনি সমাজে চরম ভাবে অবেহেলিত।
বিশ্বাস করেন পরিবারের সে ছেলেকে মা-বা সবচেয়ে বেশী দাম দেয় যে ছেলে সবচেয়ে বেশী রোজগার করে, যে সন্তান রোজগার করে তার বউকে মা-বাবা আত্নীয় স্বজন নম নম করে, আর যে ছেলে কোন কারণে রোজগার করেনা সে ছেলেকে এবং ছেলের বউকে কথায় কথায় খোটা-খোঁচা-অপমান সূলভ কটাক্ষে জর্জরিত করে অবমূল্যায়ন করে।
সবখানে শুধু অবস্থান এর উপর ভিত্তি করে বৈষম্য আর স্বার্থপরতা। মা-বাবা পর্যন্ত যে সন্তান বেশী আয় করে তার সন্তান সন্ততি দের বেশী আদর করে।
তাই পৃথিবীর সবাইকে বাদ দিন। ৯৯% ফেক। আপনার বিপদে এদের পাবেন না। খুব কম মানুষ বিপদে আমার পাশে দাঁড়িয়েছে। যাদের আমি আমার সুসময়ে সবচেয়ে বেশী সাপোর্ট দিয়েছি, করোনার সময় যখন মারাত্নক ক্ষতিগ্রস্ত হই তখন এরা আমার ফোন পর্যন্ত ধরেনি ওরা। পৃথিবীর খুব মানুষ খারাপ সময়ে মানুষকে সাপোর্ট দেন,পাশে দাঁড়ান। এর সংখ্যা ১% এরও কম।
কিন্তু বিশ্বাস করেন আপনার খারাপ সময় গুলো আসে আপনি সংশোধন হওয়ার জন্য। খারাপ সময় আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। খারাপ সময়ে আল্লাহর উপর ভরসা করবেন। তিনি অবশ্যই আপনার অবস্থার পরিবর্তন করবেন। খারাপ সময়ে যারা আপনার সাথে অমানুষ এর মতো আচরণ করে তাদের লাইফ থেকে ব্লক করে দিন। আল্লাহকে ভালো বাসেন।তিনি আপনাকে শ্রেষ্ঠ করে দিবেন।
শিরোনাম: নীচের গানটির লিরিক্স থেকে। লাইট অফ করে কানের হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গানটি প্লে করুন। অসম্ভব সুরেলা ও হৃদয় ছুয়ে যাওয়ার মতো গান।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৩০