
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্র নায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। সেই তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’ পাওয়ার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করেছিলেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক শামীম আহমেদ।
পত্রিকায় সবাই পড়েছেন, "তিনি বলেছিলেন, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়ার তালিকায় তিনটি নমুনা ভোটারের তথ্য পাওয়া যায়নি। আর একজন ভোটার নয়। তালিকায় ললিতা মান্ডি নামের একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের ভোটার।
অন্যদিকে মাহি বলেছিলেন, “আমার কাছে প্রমাণ আছে, প্রত্যেকে (ভোটার) নিজে উপস্থিত হয়ে স্বাক্ষর করেছে। সেই ভিডিও আছে। আমি প্রমাণ দেখিয়ে আপিল করব।”
আপিল শুনানিতে মাহির যুক্তি গ্রহণ করে তার মনোনয়নপত্রকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়ন বৈধতা ফিরে পেয়ে জাতীর জনকের কবর জেয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করে মাহি। খবরটি ফেবুর মাধ্যমে মুহুর্তে পুরা বাংলাদেশ ছড়িয়ে যায়।
কিন্তু হায় এই দেশে তো ভালো মানুষের পাশাপাশি বিশ্রী জঘন্য ছাগু ও কাঠমোল্লারাও থাকে। যেহেতু মাহি একজন শিল্পী সেহেতু তাদের পশ্চাতদেশে জ্বলুনি শুরু হয়ে গেছে। যেখানে নৌকা প্রার্থীর বিরুদ্ধে যেই দাঁড়াক ছাগু ও কাঠমোল্লারা তাকেই সাপোর্ট করে (এর আগে শুধু নৌকার এগেইন্সটে দাড়ানো বলদ হিরো আলমকে সাপোর্ট করছিল) সেখানে মাহি শুধু মাত্র একজন শিল্পী বলে অকথ্য ভাষায় গালাগালি করল।

ছাগু ও কাঠমোল্লাদের হাজার হাজার নোংরা মন্তব্য থেকে মাত্র ২ টি কমেন্ট এর স্কিনশট দিলাম ১ নং মন্তব্যে।
অথচ এই মেয়েটা মুরাদ টাকলার মতো একজন বদমাশ এর সাথে ফাইট করেছে, পুলিশের কোন এক ক্ষমতাধর বড় কর্তার সাথে ফাইট করছে।এবং রিটার্নিং কর্মকর্তার সাথে ফাইট করে মনোনয়নের বৈধতা ফিরিয়ে এনেছে। কোথায় তাকে একটু সাপোর্ট দিবে তা না করে শুধুমাত্র শিল্পী হওয়ার অপরাধে নোংরা গালি দিল ছাগু ও কাঠমোল্লারা।
সত্যি সেলুকাস বড়ই বিচিত্র এই দেশ।

ফিলিস্তিনি নিস্পাপ বাচ্চাগুলোর কান্নায় যখন সৃষ্টি কর্তার পবিত্র আরশ কেঁপে কেঁপে উঠেছিল তখন অন্য ১০ জন সাধারণ মুসলিম এর মতো মাহির হৃদয়েও রক্তক্ষরণ হয়েছিল। তাই তার ফেসবুক প্রোপাইলে এই ছবিটা শেয়ার করে। এই জন্যই হয়তো ছাগু ও কাঠমোল্লারা ওকে এভাবে নোংরা গালিগালাজ করছে। তবে নিশ্চিত করে বলা যায়, গালিগালাজ জঘন্য ব্যক্তি আক্রমণ এর মূল কারণ সে একজন শিল্পী। বাংলাদেশে মুসলিম রাস্ট্র। তাই এখানে শিল্পী হওয়া অপরাধ।

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



