
বাংলাদেশের মেয়েরা বিদেশী দের মতো পোশাক পড়াকে যারা অশ্লীল মনে করে পোস্টটি তাদের জন্য ১৮+।
আজ বিজয় দিবস। আজ মৌলবাদী রাজাকারের দোসরদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার দিন। রাজাকাররা মৌলবাদী গোষ্ঠী সবসময় চেয়েছে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে। পর্দার নামে নারীদের কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে চেয়েছে। দাসী বাদী করে রাখতে চেয়েছে।
পুরুষতন্ত্র এই পৃথিবীকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করা শুরু করছে। অথচ সৃষ্টিকর্তা একজন পুরুষের সাথে একজন নারীকে সৃষ্টি করেছেন এটা বুঝাতে নারী পুরুষ দুইজনই পৃথিবীতে সমান গুরুত্বপূর্ণ। একজন স্বামীর রুল প্লে করবে আরেকজন স্ত্রীর রুল প্লে করবেন। অথচ মোল্লা গোষ্ঠী পুরা সিস্টেম উলটো করে দিয়েছে।
এই পৃথিবীটাই দখল করে নিয়েছে কথিত পুরুষরা।মোল্লারা পরিবার গুলোতে স্টাবলিশ করেছে পুরুষই কর্তা, ধর্মকে নিজের সুবিধামত এডিট করে স্টাবলিশ করেছে নারীদের ঘরের বাইরে যাওয়া নিষেধ, নারীদের দাসী বানিয়ে পৈশাচিক আনন্দ পাওয়ার রীতি চালু করেছে সমাজের পুরুষ প্রধান।
যে সব নারীদের পুরুষরা পায়ে শেকল পড়িয়ে বেঁধে রেখেছে তারা পরাধীনতার বাঁধন ছিড়ে যখনই খোঁড়া পায়ে হাটতে চেয়েছে তখনই পুরুষ বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
আমাদের মডেল এভ্রিল একবার স্যাটাস দিয়েছিল,
"তোরা নারী, তোরা দাসী, তোরা সর্বোচ্চ পুরুষের সাথে শুতে পারবি।
তোরা রাতের রাণী হবি ক্যা ?!
রাত রাজাদের অধীনে থাকে, তোরা রাতের রাজাদের সাথে বসে মদ খাবি, উশৃঙ্খল হবি, মাতলামি করবি—— ভাবা যায় ?!! "

একটা মেয়ে চাকুরী করলে সমস্যা, মডেলিং করলে সমস্যা, খেলাধুলা করলে সমস্যা, গান গাইলে সমস্যা, নাচলে সমস্যা, অভিনয় করলে সমস্যা। নিজের পছন্দ মতো স্টাইল/ফ্যাশন করলে অশ্লীল, কোন মেয়ের মন খারাপ হলে রাতে রুফটপ রেস্টুরেন্টে ওয়েস্টার্ন পরে একা বসে মদ খেলে মনে করে নষ্টা, একই কাজ পুরুষ করলে মনে করছে স্বাভাবিক।বয়ফ্রেন্ডের বাইকের পেছনে গার্লফ্রেন্ড বসলে স্বাভাবিক, গার্লফ্রেন্ড বাইক চালালে বয়ফ্রেন্ড পেছনে বসলে অস্বাভাবিক। স্বামীর জব নেই তাই ঘরের কাজ করা অস্বাভাবিক কিন্তু স্ত্রীর জন্য জব না করে হলেও ঘরের কাজ করা স্বাভাবিক। একটা ছেলে খালি গায়ে রাস্তায় হাঁটলে নরমাল, একটি মেয়ে উপরে দেয়া ছবি গুলোর মতো মর্ডান ড্রেস আপ করলে অশ্লীল, রাতের আঁধারে বাইক চালালে নষ্টা। আরও কত বিশ্রী অপবাদ!
আজ বিজয়ের এতোগুলা বছর পরও আমাদের দেশের মেয়েয়া পরাধীন। পুরুষদের ভোগের সামগ্রী।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



