
৭ তারিখের নির্বাচন যতটুকুন না আলোচিত তার চেয়ে বেশী আলোচিত মাহি। প্রতিদিন কেউ না কেউ মাহিকে ট্রোল করে পোস্ট দিচ্ছে। কিন্তু মাহির এগুলো পাত্তা দেয়ার সময় নেয়। সে ব্যাস্ত ভোট চায়তে। মাহি বলছে সে এমপি হলে যে পরিমাণ টাকা রোজগার করবে তা গরীব দু:খি অসহায়দের দান করবে। কি মহতি উদ্যোগ!

অথচ কি বিশ্রী ভাবে ট্রিট করা করা হচ্ছে এই সুইট মেয়েটাকে। ডিসেম্বর এর ২৩ তারিখ মাহাবুর রহমান মাহাম নামক এক ক্লাসলেস ফেসবুকে একটা বিশ্রী ভিডিও আপলোড করে মাহিকে হুমকি দিয়েছে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে জুতা পিটা করবে। মাহিয়া মাহি প্রচারণার শুরুর দিন থেকেই এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও এবার নির্বাচনের নৌকার মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখছেন। ফারুক চৌধুরীর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড সামনে এনে মাহি এবার তাকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছেন। আর এ কারণেই ফেসবুকে ভিডিও পোস্ট করে মাহিয়া মাহিকে জুতা মারার হুমকি দেন মাহাম। এই ছাগল আরও বলছে - ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনও বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনও করেন, আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত। আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়ের যোগ্য না।’

দেখেন এদের মানসিকতা! মাহি নাকি ছেলেদের জীবন নষ্ট করছে। মাহিকে দেখে পোলাপান লুল ফেললে এটা তো পোলাপানের মগজের দোষ। মাহির দোষটা কই? অনেকে বলেন মাহি অযোগ্য। তো যারা বর্তমানে এমপি মন্ত্রী তাদের যোগ্যতা কি এটা আগে বলেন।
সামান্য মাহিয়া মাহির ভয়ে ৩ বারের নৌকা প্রার্থীর ঘুম হারাম। আমাদের নায়ক নায়িকারা যদি একটা ' মিডিয়া লীগ ' নামক রাজনৈতিক দল গঠন করে প্রতিটি আসনে প্রার্থী দেয় তাহলে ওদের ঠেকাতে লীগ বিম্পি ডান বাম মোল্লা সব এক হয়ে যাবে বলে আমার ধারণা।
রাজশাহী ৩ আসনের ভাইরা মাহিকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং অন্যান্য আসনে নৌকা মার্কায় ভোট দিন।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




