
আচ্ছা ফালুদা ১ বাটির দাম ১৮০ টাকা না রেখে কতো রাখবে?
ছবিটি আপলোড দিয়ে মোল্লারা হায় হায় করছে
দেশ গেলো দেশ গেলো!
আফসোস! বড়ই আচানক ঘটনা!!

শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিন।৭ তারিখে হরতাল ডেকেছে বাংলাদেশ বিনোদন দল ওরফে বিএনপি। আমরা এতদিন দেখেছি যারা হরতাল ডেকেছে তারা নিজেরাই হরতাল মানেনি। প্রতিটি আসনে নৌকার পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে।নির্বাচনে আছেন ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান ও মাহিয়া মাহি। সংরক্ষিত আসনে দেখা যেতে পারে অপু বিশ্বাস, তানভীন সুইটি, সুবর্ণা মোস্তফা, শমি কাইসার সহ একাধিক তারকাদের।
যদিও বিএনপি জামাত ৭ তারিখে দেশের মানুষকে ভোট দিতে ডিমোটিভেট করছে আমার বিশ্বাস এই দেশের মানুষ তাদের কথা আর পাত্তা দিবেনা। জামাইত্যারা নৌকাকে পঁচানোর জন্য নৌকার বিরুদ্ধে দাঁড়ানো আবুল মফিজ দেরকেও ভোট দিতে কার্পণ্য করবেনা।
অনেকে বলেন ফেয়ার ইলেকশন কেন হচ্ছে না? জবাব একটাই এই দেশের মানুষ ফেয়ার ইলেকশন ডিজার্ভ করেনা। যারা একটি অবৈধ রাজনৈতিক দলকে ক্ষমতায় পাঠিয়ে রাজকারদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে পবিত্র পতাকা লাগিয়ে ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের সাথে বেইমানি করে, তাদের যারা ভোট দেয়, ওদের ফেয়ার ইলেকশন করে সরকার গঠন করার অধিকার নেই বলে মনে করি।
জামাতি পেজ গুলো বিভিন্ন নেগেটিভ ছবি আপলোড দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলার কাজ করে যাচ্ছে ২০০৭ থেকে। অথচ কত পজিটিভ ছবি আছে শেয়ার করার মতো। আমার হোম পেজের কয়েকটা ছবি আপলোড করছি এটা বুঝাতে যে দেশে অনেক মানুষ অসুখী অভাবে যেমন আছে, ঠিক তেমনি অনেক মানুষ আছে যারা সুখী।
নীচের ছবি দেখে বলুন তো মেয়েটি কি আনহ্যাপি লাইফ লীড করছে? একজন মা তার কলিজার টুকরাকে কোলে নিয়ে হাসিমুখে ছবি তুলছে।


এইবার উপরের এই ছবি দেখুন। এটি কোন বিদেশী মেয়ের ছবি নয়। দুবাই বুর্জ খলিফায় বাংলাদেশের একটি মেয়ে নিউ ইয়র সেলিব্রেট করতে গিয়ে ফটোসেশান করছে।

এইবার এই ছবি দেখুন। একটি মোটামুটি মানের রেস্টুরেন্টের ফটুশ্যুট এটি। একটি রেস্টুরেন্টের জন্য উঠানো। এই রেস্টুরেন্টের বিক্রি দৈনিক ১ লক্ষ টাকা সর্বনিম্ন।দেশের মানুষ যদি এতই খারাপ থাকতো এসব রেস্টুরেন্টে খেতে যেত?
হ্যাঁ এটা সত্য যারা সৎ ও হালাল ভাবে ব্যাবসা করেন, করোনার ধাক্কার পর ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সর্বোপরি বৈশ্বিক মন্দা অর্থনীতির প্রভাবে উনাদের মেরুদণ্ড এখনো সোজা হয়নি। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। আমি নিজেই এখনো ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি।বলতে গেলে ব্যবসা বন্ধ করে দেয়ার উপক্রম। কিন্তু তাই বলে সরকারের পজিটিভ দিক গুলো না বলে শুধু নেগেটিভিটি স্প্রেড করা কি ঠিক?
বিএনপি জামাত এর চেয়ে আওয়ামী লীগ ৫ গুণ বেশী ভালো। দেশকে মৌলবাদী , রাজাকার ও জঙ্গি মুক্ত করতে শেখ হাসিনার বিকল্প নেই। আমরা বাংলাদেশকে পাকিস্তান ও আফঘানিস্থান হিসেবে দেখতে চাইনা। একদম ১ম ছবি দেখুন। শীত কালে গ্রাম বাংলার কমন দৃশ্য।সুজলা সুফলা বাংলাদেশ দেশের সরল মানুষ গুলো খুবই সুন্দর। শুধু মৌলবাদ ঢুকে গেলেই বিশ্রী। ফেসবুকে মেহজাবিন খান নামের একটি মেয়ের কণ্ঠে অনেক দিন পর "নীলা" গানটি ফুল ভলিউমে শোনে নস্টালজিক হয়ে যখন কমেন্ট পড়া শুরু করলাম দেখি এক মোল্লা কমেন্ট করছে "তোদেরকেই জাহান্নামের লাকড়ি বানাবে" - অথচ জাহান্নামের ১ম লাকড়ি একজন মোল্লা।
৭ তারিখে রাজশাহী ১ আসনে মাহিয়া মাহিকে ট্রাক মার্কায় ও অন্য সব আসনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে "স্মার্ট বাংলাদেশ" গড়তে সহযোগিতা করুন।
জয় বাংলা - জয় বঙ্গবন্ধু - বাংলাদেশ চিরজীবী হোক।
ফুল ভলিউমে মেহজাবিন খানের কণ্ঠে মাইলসের নীলা গানটি শুনুন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




