
ইন্টারন্যাশনাল উইমেন'স ডে ২০২১। ২০১৮-২০২১ প পর্যন্ত চট্টগ্রামে অত্যন্ত জমকালো আয়োজনে উইমেন'স ডে সেলিব্রেট করেছিলাম। ২০২২,২০২৩,২০২৪ ব্যাবসায়ীক ক্ষতি কাটিয়ে উঠতে না পারায় কোন শো আয়োজন করিনি। ২০২১ এ উইমে'স ডেতে ঢাকা থেকে ফ্যাশন শোতে পার্টিসিপ্যান্ট হিসেবে যারা এসেছিল তাদের মধ্যে একজন ছিল - এভ্রিল।এভ্রিল এর স্ট্রাগল এর কথা অনেকেই জানে। একটি কনজার্ভেটিভ ফ্যামিলির বিশ্রী কুসংস্কার মিশ্রিত লাইফস্টাইলকে বৃদ্ধাঙ্গুলি দেখি দেশের একেবারে প্রথম সারীর সেলিব্রিটি মডেল হওয়া উইমেন এমপাওয়ারমেন্ট এর এক অনন্য নিদর্শন। শুধু তাই নয় ২০১৭ সালে পুরুষতান্ত্রিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একেবারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এ সেরার মুকুট পড়েছে। এবং সবচেয়ে প্রসংশার করার মতো বিষয় হইল - সে মূলত দেশের একজন ফার্স্ট লেডি বাইকার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত।
যা বলছিলাম ২০২১ উইমেন'স ডে উপলক্ষে চট্টগ্রামে ইনভাইট করা হয়। উঠে হোটেল ওয়েল পার্কে। সে আমার খুবই প্রিয় বন্ধু। বয়সে ৪ বছরের ছোট হলেও মেয়েটি উচ্চতায় আমার চেয়ে ২ ইঞ্চি লম্বা। আমি সাধারণত এভ্রিল এর মতো স্ট্রাগল করে সফল হওয়া পুরুষতন্ত্রের কাছে মাথা নত না করা নারী দের খুবই সম্মান করি। ৮ তারিখ রাত ১২.০১ মিনিটে আমি ওকে উইমেন'স ডে উইশ করলে সে সারপ্রাজড হয়।
খেয়াল করে দেখবেন যারা আল্লাহর সৃষ্টি পশু পাখি প্রাণী দের ভালোবাসে তারা সাধারণত ভালো মানুষ হয়ে থাকে ও তারা মৌলবাদী না। মৌলবাদী মানসিকতার লোকেরা কেন জানি কুকুর বিড়াল এগুলো পুষলে ঘেন্নার চোখে দেখে। এর থেকে বুঝা যায় মৌলবাদীদের মন ঘৃণায় ভরপুর। যারা অহেতুক হিংসা করে, অন্যের ভালো দেখতে পারেনা তারা মৌলবাদী হওয়ার সম্ভাবনা বেশি।
যাই হোক পরের দিন ডে লং ইভেন্ট। ঘুমাতে হবে। ওরে বাই দিলাম। লাঞ্চ টাইমের আগে ফোন দিল। বলল লাঞ্চ করবে। বললাম হোটেলে বলা আছে। ও বলল গরম ভাতের সাথে গরুর মাংস খাবে। সে বলল সে তার পরিচিত কোন ১ হোটেলে খাবে।
মেসেঞ্জারে জিজ্ঞেস করল লাঞ্চে আমার জন্য বাজেট কত? বললাম যা ইচ্ছা খাও। তবে বাজেট ১২০০ টাকার বেশি না। সে চট্টগ্রামের মেয়ে তাই অনেক কিছুই চিনে। চলে গেল চট্টগ্রামের মিসকিন শান রহ: এর মাজার সংলগ্ন এক হোটেলে। এই হোটেলে গরম ভাতের সাথে গরুর মাংসের জন্য ঐতিহ্যবাহী। চোট্ট ১ টা হোটেল। দুপুর বেলা গরুর মাংসের সুগন্ধিতে মৌ মৌ করে। ঐ মাজারের সাথে শত শত মিসকিন বসে থাকে। আর কেউ একজন গিয়ে তাদের ঐ হোটেলে খাওয়ায়। সে এভ্রিল সে ১২০০ টাকা ১২ জন খাইয়েছিল। দেড় প্লেট ভাত, ডাল+ ৫ পিছ গরুর মাংস ১০০ টাকা।
কিন্তু এটা বাংলাদেশ। তার গেট আপ, বাইক চালানো এখানে হারাম। সে একজন পশু প্রেমি, যা ইনকাম করে তার বড় একটা অংশ দিয়ে গরীব এতিম মিসকিন দের আহার করায়। খুবই মানবিক। শুধুমাত্র পুরুষ তন্ত্রের কাছে মাথা নত না করার অপরাধে, মডেলিং করার অপরাধে সেদিন সেখানে থাকা হুজুর শ্রেণী - তকমা লাগিয়ে দিল - "সে একজন নষ্টা বেশ্যা জাহান্নামি। এসব দান কবুল হবেনা, এরা সমাজকে নষ্ট করছে- ব্লা ব্লা ব্লা "
এভ্রিল থোড়াই কেয়ার করে এগুলো। পাত্তা না দিয়ে খাওয়া শেষে বিল চুকিয়ে সিগারেট জ্বালালো। নারী বিদ্বেষী দের মুখ বরাবর ধুয়া ছেড়ে বাইক স্টার্ট দিল। তার চোখে মুখে ১২ জন ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেয়ার প্রশান্তি।
গতকাল নারী দিবস গেসে। ব্লগে তেমন কোন পোস্ট ছিল না উক্ত দিবস উপলক্ষে। মুসা ভাই এর একটা ফিচার ও কাজী ফাতেমা ছবির ১ টা কবিতা ছিল।ভালো লাগসে পড়ে।
নারী দিবসে বাংলাদেশের মৌলবাদী পরিবারে দাসত্বের শেকল পড়া নারীদের প্রতি গুরু জেমস এর ভাষায় আহবান জানাই -
" আঁধারের সিঁধ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে
দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু
চেয়ে দেখো সাত রং
মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে
দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি
এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না "
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



