সকলে লক্ষ্য করেছেন যে,বেশ কিছু বছর যাবৎ বাঙালী মেয়েরা বোরখা হিজাব ইত্যাদি বেশি পড়ছে। কেউ জোর করে চাপিয়ে না দিলে অর্থাৎ মেয়েরা যদি নিজ নিজ ইচ্ছায় বোরখা পড়ে তবে সেখানে বাঁধা প্রদান খ্যাত লোকদের বৈশিষ্ট্য সমুহের মধ্যে অন্যতম। সাধারণত ক্লাসলেস জঙ্গি মোল্লাগোষ্টী মেয়েদের উপর জোর করে বোরখা চাপিয়ে দেয়। একটি মেয়ে এক্সপোজিং ড্রেসাপ করলে পুরুষ সেক্সুয়ালি সুঁডসুঁড়ি অনুভব করবেই। আমাদের দেশের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত তরুণীরা সাধারণত কামিজ পরে, একটু হায়ার সোসাইটি যারা বিলং করে অর্থাৎ ধ্বনি পরিবারের মেয়েরা ওয়েস্টার্ন পরে। আর বোরখা বা হিজাব এমন একটি পোশাক যা ধনী মধ্যবিত্ত গরীব সবাই পরেন। নারী যে পোশাকে কমফোর্ট সে পোশাকই পরবে। জোর করে ওয়েস্টার্ন কিংবা বোরখা চাপিয়ে না দিলেই হইল।
বাঙালী মেয়েরা যদি আল্লাহর ভয়ে বা ধর্মকে সম্মান করে বোরখা পরতেন তবে সেটা নিয়ে কথা বলা খ্যাত লোকজনের কাজ।কারণ কেউ ধর্ম কর্ম করলে আমি বা আপনি বাঁধা দেয়া অনধিকারচর্চা। কিন্তু আপনি যদি বোরখার কোন শোরুমে যান দেখবেন, ডিজাইন গুলো এমন ভাবে করা বোরখা পরা আর না পরা সমান। আমার ধর্মীয় জ্ঞান নেই বললেই চলে। তবে আমার জানা মতে ইসলাম ফ্যাশন করার জন্য বোরখা পরার অনুমতি দেয়নি।বরং ইসলামে সেটা পাপ বলে গন্য হয়ে থাকে। একটি মেয়ে থ্রীপিছ, ওয়াস্টার্ন বা শাড়ি পরে বাসা থেকে বের হলে যেমন সবাই তার দিকে তাকায়, বোরখা পরে বের হলে আরও বেশি তাকায়। ওয়েস্টার্ন বা শাড়ি পরলে সৌন্দর্য, ফিগার তো দেখেই ফেলল, কিন্তু বোরখা পরলে মুখমণ্ডল ছাড়া আর কিছু দেখা যায়না। ফলে এট্রাকশনটা থাকে।
বোরখা পরা একটা ফ্যাশন বর্তমানে। ধর্মীয় কারণে ৫% এর বেশি কেউ বোরখা পরেনা। তাছাড়া কাশেম বিন আবু বকর সাহেব তার "বোরখা পরা সেই মেয়েটির" উপন্যাসে বোরখা পরে ইসলামি পদ্ধতিতে কিভাবে প্রেম করা হয় তা শিখয়েছেন তখনকার মেয়েদের যারা বর্তমানে মেয়ের মা। তাই কোন মেয়ে বোরখা পরলেই তারে জামায়াত শিবির পরিচালিত ছাত্রী সংস্থার ছাগী বা জংগী পরিচালিত কোন মোল্লানী মনে করার কোন কারন নেই। বর্তমানে অধিকাংশ মেয়েরা ছেলেদের এক্সপোজ করতেই বোরখা পরে। ধর্মীয় কোন কারণ নেই। তাই বোরখার ব্যাবহার বেড়ে যাচ্ছে বলে খ্যাত মোল্লা মৌলবাদী দের খুশি হওয়ার যেমন কোন কারণ নেই ঠিক তেমনি স্মার্ট মুক্তমনাদের হতাশাগ্রস্ত হওয়ারও কোন কারণ নেই।
ছবিতে লিনা। একটি স্মার্ট গুড লুকিং মেয়ে যেকোন ড্রেসাপে সুন্দর। হোক হিজাব বোরখা শাড়ি অথবা ওয়েস্টার্ন। তবে জোর করে হিজাব বা ওয়েস্টার্ন বা শাড়ি চাপিয়ে দিলে তা খুবই জঘন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৪ রাত ৯:৪৪