পিয়া জান্নাতুল জান্নাতুল ফেরদৌস প্রিয়া। একজন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেতা তারকা। একজন ইন্টারন্যাশনাল ফ্যাশন ও র্যাম্প মডেল। ছাগু পিনাকী অত্যন্ত আপত্তিকর ভাষায় ব্যাক্তি আক্রমণ করেছে উনাকে। কি তার অপরাধ? তার অপরাধ সে লাইভে এসে বলেছে - " এই যে আপনারা আমার পোস্টের নীচে এসে মন্তব্য করেন, - "বয়কট ইন্ডিয়া " তারা কি হিস্ট্রি জানেন? এই ইন্ডিয়া ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করতে আমাদের সহযোগিতা করেছে, হয়তো তাদের স্বার্থে করেছে, তাতে কি? তাদের একটু সাহায্যে যদি আমরা পরাধীন থেকে স্বাধীন হই তাহলে কার কি ক্ষতি? এই যে ফেসবুকে বয়কট করার কথা বলেন এই ফেইসবুক কারা বানাইছেন? তাদেরই প্রোডাক্ট বা সার্ভিস ব্যাবহার করে তাদেরই বয়কট করছেন? মার্ক জুকারবার্গ এর রিলিজিয়ন জানেন? অশিক্ষিতের একটা লেভেল থাকা উচিৎ ?ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দেন।ইন্ডিয়ান গরু না আসলে কত % মানুষ কোরবানি দিতে পারত না পয়সার অভাবে? "
এই হইল পিয়ার অপরাধ। ব্যাস ছাগু কিং পিয়া বোতল সুন্দরী বলে উল্লেখ করে তার গ্ল্যামারের ১২ টা বাজাবেন বলে প্রকাশ্যে লাইভে এসে হুমকি দেয় ছাগু কিং পিনাকী। সেখানে তার চামচা জামায়াত শিবির মন্তব্যের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগালি করে।
দেশে নাকি বাক স্বাধীনতা নেই। সম্পূর্ণ ফেসবুক তথা সকল সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলো দিনে রাতে সরকার ও ভারতকে গালিগালাজ। অথচ বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে এমন স্বাধীন মত প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ত।
জানি কয়েকজন বলবে পিয়া আমার বন্ধু বা সহকর্মী বলে আমি পিয়ার পক্ষে কথা বলছি, ভারতীয় দালাল তাই ভারতের পক্ষে কথা বলছি, নাস্তিক তাই মার্ক জাকারবার্গের এর পক্ষে কথা বলছি। মোটামুটি এমন কোন ট্যাগ নাই আমাকে দেয়া হবে না। এমন কোন বিশ্রী শব্দ নেই যেগুলোকে আমায় ব্যাক্তি আক্রমণ করার জন্য ব্যাবহার করা হবেনা। এগুলো সয়ে গেসে। আর গায়ে মাখিনা।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ রাত ১১:৪০